স্পোর্টস ডেস্ক:: জাতীয় দলের ম্যাচ ও মধ্যবর্তী দলবদল শেষে আজ থেকে আবারো মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। প্রায় দেড় মাসের মতো বিরতি শেষে রমজানে ফের মাঠে গড়াচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ লিগ।
৪১ দিন বিরতি শেষে শুরু হচ্ছে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। তবে আগেই ফেডারেশনের ব্যস্ততা শুরু হয়েছে। মঙ্গলবার ফেডারেশ কাপের কোয়ার্টারফাইনাল অনুষ্টিত হয়েছে।
আজ থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ উত্তরার আজমপুর ফুটবল ক্লাব। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে আবাহনীর প্রতিপক্ষ নবাগত ফর্টিস এফসি। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে শেখ জামাল ধানমন্ডি ক্লাব খেলবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post