নিজস্ব প্রতিবেদক: সিলেটে আন্ত:উপজেলা জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্ণামেন্টে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে গোলাপগঞ্জ উপজেরা ফুটবল দল। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে গোলাপগঞ্জের সঙ্গী কে হবে তা জানা যাবে আজই।
আজ সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে শক্তিশালি দু’টি দল। সিলেট সদরের প্রতিপক্ষ বিশ্বনাথ উপজেলা ফুটবল দল। দু’টি দলই শক্তির বিচারে সমানে সমান। দুর্দান্ত খেলে আসছে গ্রুপ পর্ব ও কোয়ার্টার ফাইনাল।
আজ সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
সিলেট সদর উপজেলা গ্রুপ পর্বে কানাইঘাট উপজেলা হারিয়েছে সেমিফাইনালে আসে। তাদের প্রতিপক্ষ বিশ্বনা্থ উপজেলা ফুটবল দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে গোয়াইনঘাট উপজেলা ফুটবল দলকে, কোয়ার্টার ফাইনালে জৈন্তাপুর উপজেলা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০