আজ একাদশে ফিরছেন নাসুম, রিয়াদ জানালেন- বোলিং অ্যাটাক ভাল

0
6

স্পোর্টস ডেস্ক:: বৃষ্টিতে ভেসে যাওয়া প্রথম ম্যাচের একাদশে ছিলেন স্পিনার নাসুম আহমদ। বোলিংয়ের সুযোগ পাননি। তার আগেই ম্যাচ পরিত্যক্ত। পরদিন দ্বিতীয় টেস্টের একাদশ থেকেই বাদ পড়েন তিনি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ জানিয়েছেন, আবহাওয়া বিবেচনায় দ্বিতীয় ম্যাচের একাদশে ছিলেন না এই স্পিনার।

তবে আজ অনুষ্টিত হতে যাওয়া সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচটির একাদশে ফিরছেন স্পিনার নাসুম আহমদ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এমনটাই জানিয়েছেন। তার মতে আবহাওয়া কন্ডিশন বিবেচনায় এই স্পিনার আজ একাদশে ফিরতে পারেন।

তিন ম্যাচের সিরিজে বাংলাদেশ ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে। আজকের ম্যাচটি জিততে পারলেই সিরিজ বাঁচানো যাবে। হারলে স্বাগতিক ক্যারিবিয়ানরা ২-০ ব্যবধানে জিতে নেবে টি-২০ সিরিজটিও। এর আগে টেস্ট সিরিজও ২-০ ব্যবধানে জিতেছে উন্ডিজ।

প্রথম ম্যাচে যেমন ব্যাটাররা ব্যর্থ ছিলেন, ফল আসা দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ হেরেছে মূলত ব্যাটারদের ব্যর্থতায়। তৃতীয় ম্যাচের আগের দিন বাংলাদেশ অধিনায়ক রিয়াদ বোলারদের প্রশংসা করেছেন। জানিয়েছেন বোলাররা ভাল করছেন। অল্প পূঁজিতেই তারা ফাইট দিচ্ছেন। তবে ব্যাটারদের রান বের করতে হবে, বড় ইনিংস খেলতে হবে কাউকে না কাউকে। সঙ্গে ছোট ছোট ইনিংস থাকতে হব বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘আমাদের বোলিং অ্যাটাক ভাল। বোলাররা ভাল করছেন। ফাইট করছেন। ব্যাটসম্যানের কাউকে একটা দু’টা বড় ইনিংস খেলতে হবে। অন্যদের ছোট ছোট ইনিংস খেলে সাপোর্ট দিতে হবে।’ নাসুম ফিরছেন জানিয়ে তিনি আরো বলেন, ‘প্রথম টি-২০’র দিন বৃষ্টি ছিলো। উইকেটও ডাকা ছিলো। কন্ডিশন বিবেচনায় নাসুম খেলেনি। আবহাওয়া ও উইকেট বিবেচনায় আজ ক্যামব্যাক করতে পারে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here