আজ ঢাকা ডার্বি তে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান

0
13

স্পোর্টস ডেস্ক: আশির দশকে আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই ছিল এক রাশ উত্তেজনা। সঙ্গে থাকতো দুই চির প্রতিদ্বন্দ্বীর খেলার নানা রকম মুখরোচক আলোচনা। তবে সেই দিন গত হয়েছে অনেক আগেই।

বর্তমানে ঢাকার মাঠে দর্শকও আসে না সেভাবে আর দল দুটির নামে ফুটবলপ্রেমীদের রক্তও টগবগ করে না এখন। এমন পারিপার্শ্বিকতাকে সামনে রেখেই ‘জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ ফুটবলে সপ্তম রাউন্ডে আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দেশের এই দুই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব।

ঐতিহ্যবাহী হলেও চলমান লিগে দুই দলের দুই রকম অবস্থা বিরাজ করছে। ১২ বারের লিগ চ্যাম্পিয়ন মোহামেডান পয়েন্ট টেবিলে আছে ১২ দলের মধ্যে নবম অবস্থানে। পয়েন্ট মাত্র ৫! আরও বিস্ময়কর ব্যাপার ৬ খেলার একটিতেও জিততে পারেনি দলটি! ড্র করেছে পাঁচ ম্যাচে। অপর ম্যাচে হেরেছে।

সে তুলনায় বেশ ভালো অবস্থানেই আছে ১১ বারের লিগ শিরোপাধারী ঢাকা আবাহনী। ৬ খেলায় তাদের পয়েন্ট ১২। জিতেছে ৩ ম্যাচে। ড্র করেছে ৩ ম্যাচে। এখনও হারের স্বাদ পায়নি তারা। পয়েন্ট টেবিলে অবস্থান চতুর্থ।

ঢাকা অাবহানীর সর্বশেষ লিগ শিরোপা হাতে উঠে ২০১১-১২ মৌসুমে।

অপর দিকে সর্বশেষ লীগ শিরোপা জয়ের কথা ভুলতেই বসেছে মোহামেডান সমর্থকরা, তাদের লীগ  শিরোপা ২০০২ সালে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here