স্পোর্টস ডেস্কঃ এবারের স্কুল ক্রিকেটের মৌসুম শেষেই জানা যাচ্ছিল, প্রতিভাবান ক্রিকেটারদের বিদেশ সফরে নিয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই কথা রেখেছে বিসিবি। স্কুল ক্রিকেট থেকে বাছাই প্রতিভাবান ক্রিকেটার এবং জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে অনূর্ধ্ব-১৬ দল গঠন করেছে বিসিবি।
আর সেই দলকে ভারত সফরে পাঠিয়েছে বিসিবি। একটি সিরিজ খেলতে ভারতের আসামের গৌহাটিতে উড়াল অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সেখানে আসাম অনূর্ধ্ব-১৬ রাজ্য ক্রিকেটের দলের বিপক্ষে সিরিজ খেলবে সেই দল।
৩টি ওয়ানডে ম্যাচ ও ২টি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশের এই কিশোররা। আজ ২৮ জুলাই প্রথম তিন দিনের ম্যাচে আমিনগাঁও ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। এরপর ৩ আগস্ট একই মাঠে সিরিজের দ্বিতীয় তিন দিনের ম্যাচে মাঠে নামবে দুই দল।
পরবর্তীতে ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ আগস্ট। সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে সেদিন। আর বাকি দুটি ম্যাচ আয়োজিত হবে যথাক্রমে ১১ ও ১৩ আগস্ট। আর ওয়ানডে সিরিজের ম্যাচগুলোও অনুষ্ঠিত হবে আমিনগাঁও ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল
জাওয়াদ আবরার, আজিজুল হাকিক, মোহাম্মদ হাসানুজ্জামান, কালাম সিদ্দীকি, মোহাম্মদ আবদুল্লাহ, দেবাশীষ সরকার, সামিউন বশির রাতুল, তাসফির আরাফাত, সাদ ইসলাম, রুবেল ইসলাম, ইমতিয়াজ শিহাব, ফারহান শাহরিয়ার, আল ফাহাদ, মিনহাজুল ইসলাম, মুবিন আহমেদ দিশান ও সানজিদ মজুমদার।
স্ট্যান্ডবাইঃ কায়েস রহমান লাবিব, মাজহারুল হক মাজেদ, তানভীর হোসেন তামিম, মোহাম্মদ হোসাইন ও রাহুল হোসেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা