স্পোর্টস ডেস্ক:: টাইগারদের এশিয়া কাপের অনুশীলন ক্যাম্প শুরু হচ্ছে। বুধবার থেকে মিরপুরের হোম অব ক্রিকেটে আনুষ্ঠানিক ভাবে অনুশীলন শুরু করবে এশিয়া কাপের স্কোয়াড। এশিয়া শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামার আগে টাইগারদের ফিটনেস পরীক্ষা বসতে হবে।
মিরপুরে শুরুতেই ফিটনেস পরীক্ষা হবে ক্রিকেটারদের। ট্রেনার নিক লির অধীনে ফিটনেস অনুশীলন করবেন ক্রিকেটাররা। এই অনুশীলন চলবে আগামী ১৪ আগস্ট পর্যন্ত। এরপর থেকে শুরু হবে মূল অনুশীলন। মিরপুরের উইেটে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলন। পাঁচদিন স্থায়ী হবে এই ক্যাম্প।
২০ আগস্ট পর্যন্ত ঢাকা ক্যাম্প করে ক্রিকেটাররা চলে আসবেন সিলেটে। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ হবে সিলেটে। ৩০ আগস্ট সিরিজ শুরুর আগ পর্যন্ত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে অনুশীলন ক্যাম্প। ব্যাটিংয়ে টাইগারদের শক্তি-সামর্থ্য ও দক্ষতা বাড়াতে আগামী ৭ আগস্ট দলে যোগ দেবেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। ছুটি কাটিয়ে ১০ কিংবা ১১ আগস্ট বাংলাদেশে আসবেন হেড কোচ ফিল সিমন্সসহ অন্যান্য কোচিং স্টাফরা।
নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজটি শুরু হবে ৩০ আগস্ট থেকে। এশিয়া কাপের প্রস্তুুতি হিসেবে বাংলাদেশ এই সিরিজটি খেলছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এশিয়া কাপ খেলতে যাবে বাংলাদেশ দল। তার আগে খেলবে এই সিরিজটি। ভারত সিরিজ পিছিয়ে যাওয়ায় ফাঁকা সময়টা কাজে লাগাতে বিসিবি ডেকে আনছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিরিজের সূচি প্রকাশ করেছে। প্রতিটি ম্যাচই হবে রাতের কৃত্তিম আলো।
সিরিজের প্রথম ম্যাচটি ৩০ আগস্ট সন্ধ্যা ৬টায় শুরু হবে। দ্বিতীয় ম্যাচটি ১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় হবে। সিরিজের শেষ ম্যাচটি ৩ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। এশিয়া কাপ সামনে রেখে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে ৬ আগস্ট। ১০ আগস্ট হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট। ওই দিনই প্রধান কোচ ফিল সিমন্স যোগ দেবেন দলের সঙ্গে। ঢাকায় প্রস্তুুতি ক্যাম্প করবে টাইগাররা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজটি সিলেটে শুরুর দু’এক দিন আগে বাংলাদেশ দল চায়ের শহরে আসবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডকম/নিপ্র/ডেস্ক/০০