নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু হয়েছে আজ থেকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ন্স ও চিটাগাং ভাইকিংস ম্যাচ দিয়ে বিপিএলের ৪র্থ আসর মাঠে গড়াচ্ছে।
বিপিএলের এবারের আসরে সিলেটের কোন দল নেই। সিলেটের ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী দেখায়নি কেউ। এবারের বিপিএলেও সিলেটের তেমন ক্রিকেটার খেলছেন না। সিলেটের মাত্র ৬ জন ক্রিকেটার বিপিএলে খেলার সুযোগ পেয়েছে।
বিপিএলের শুরুতে দল না পেলেও শেষ দিকে এসে দল পেয়েছেন সিলেটের তরুণ ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহী। সাকিব আল হাসানের ঢাকা ডায়নাইমাটস রাহীকে দলে ভিড়িয়েছে। নিলাম ছাড়া একমাত্র রাহীই দল পেয়েছেন।
তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের হয়ে খেলছেন সদ্য শেষ হওয়া যুব বিশ্বকাপ খেলে আসা তরুণ আরেক ক্রিকেটার জাকির হাসান। আজ বিপিএলের উদ্বোধনী ম্যাচ দিয়ে চিটাগাংয়ের হয়ে অভিষেক ঘটেছে জাকির হাসানের।
কুমিল্লি ভিক্টোরিয়ান্সে আছেন নাবিল সামাদ, রাজশাহী কিংসের হয়ে খেলছেন আবুল হাসান রাজু, ইবাদত হোসেন। খুলনা টাইটান্সে খেলছেন গতবারের বিপিএল চ্যাম্পিয়ন জয়ের নায়ক অলক কাপালী।
বিপিএলের তৃতীয় আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লাকে ফাইনালের ট্রফি এনে দিয়েছেন অলক কাপালী। তার ব্যাটেই ফাইনালে কুমিল্লা শিরোপা জিতে। কিন্তুু এবছর কুমিল্লা অলক কাপালীকে দলে নেয়নি। খুলনা টাইটান্সে তিনি নতুন ঠিকানা গড়েছেন।
এসএনপিস্পোর্টটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০