স্পোর্টস ডেস্কঃ চলতি বছর হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে হতে যাচ্ছে এশিয়া কাপ। ৩০ আগস্ট পর্দা ওঠবে টুর্নামেন্টের। ১৭ সেপ্টেম্বর, ফাইনাল দিয়ে শেষ হবে টুর্নামেন্ট। চলতি বছর ওয়ানডে বিশ্বকাপ থাকায়, ৫০ ওভারের টুর্নামেন্ট হবে।
এশিয়া কাপের এবারের আসরের সব মিলিয়ে চারটি ম্যাচ হবে পাকিস্তানে। যার মধ্যে গ্রুপ পর্বের তিনটি ও সুপার ফোরের একটি ম্যাচ। আসরের মূল আয়োজক পাকিস্তান নিজেদের ঘরের মাঠের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে। আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘোষণা দিয়েছে।
আজ ১২ আগস্ট, শনিবার থেকে শুরু হয়েছে পাকিস্তান পর্বের টিকিট বিক্রি। অনলাইন ও অফলাইন দুইভাবেই পাওয়া যাবে টিকিট। অনলাইনে টিকিট কিনতে হবে pcb.bookme.pk এই ওয়েবসাইটে গিয়ে।
শুরুতে মুলতান ক্রিকেট স্টেডিয়াম ভিআইপি ও প্রিমিয়াম টিকিট বিক্রি হচ্ছে। আর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের হসপিটালিটি, ভিআইপি ও প্রিমিয়াম টিকিট বিক্রি হচ্ছে। গ্রুপ পর্বের সর্বোচ্চ ৭ হাজার ও একমাত্র সুপার ফোরের ম্যাচে সর্বোচ্চ ৮ হাজার রুপিতে বিক্রি হচ্ছে এসব টিকিট। আর আগামী ১৪ আগস্ট থেকে প্রথম শ্রেণি ও সাধারণ গ্যালারির টিকিট মিলবে।
পাকিস্তান পর্বের টিকিট বিক্রি শুরুর ঘোষণা আসলেও, এখনও শ্রীলঙ্কা পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রির ঘোষণা আসেনি। টুর্নামেন্টের ৯টি ম্যাচ হবে লঙ্কা দ্বীপে। দুই-এক দিনের মধ্যেই সেখানকার টিকিট বিক্রির ঘোষণা আসবে বলে জানিয়েছে পিসিবি।
‘এ’ ও ‘বি’ দুই গ্রুপে ভাগ হয়ে ৬টি দল অংশ নিবে এবারের এশিয়া কাপে। সেখান থেকে প্রতি গ্রুপের সেরা দুই দল, সব মিলিয়ে ৪ দলের সুপার ফোর হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই খেলবে ফাইনালে।
বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে টুর্নামেন্ট শুরুর দ্বিতীয় দিন। ৩১ আগস্ট শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে নামবে টাইগাররা। লঙ্কা দ্বীপের ক্যান্ডিতে হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচ টাইগাররা খেলবে ৩ সেপ্টেম্বর। তবে ম্যাচটি হবে পাকিস্তানের মাটিতে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এদিকে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ হবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে।
এশিয়া কাপের গ্রুপ পর্বের সূচি:
৩০ আগস্ট- পাকিস্তান বনাম নেপাল (মুলতান, পাকিস্তান)
৩১ আগস্ট- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (ক্যান্ডি, শ্রীলঙ্কা)
২ সেপ্টেম্বর- ভারত বনাম পাকিস্তান (ক্যান্ডি, শ্রীলঙ্কা)
৩ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান (লাহোর, পাকিস্তান)
৪ সেপ্টেম্বর- ভারত বনাম নেপাল (ক্যান্ডি, শ্রীলঙ্কা)
৫ সেপ্টেম্বর- আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা (লাহোর, পাকিস্তান)
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post