আজ দেশের ফুটবলের নিয়তি লেখা হবে ভুটান ম্যাচে

    0
    36

    নিজস্ব প্রতিবেদক: শিরোনাম দেখে অনেক ফুটবল বোদ্ধাই চোখ কপালে তুলবেন। ভ্রু কচঁকাবেন।কিন্তু, এটাই সত্য। দেশের ফুটবলে এখন অক্সিজেনের বড়াই অভাব। বিশেষ করে ছেলেদের ফুটবলে একের পর এক হার দেয়ালে পিঠ টেকে গেছে। উত্তরণের পথ একটাই। আজ ভুটানকে হারাতে পারলে আগামিতে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে পারবে বাংলাদেশ। আর হারলেই দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে বিরত থাকতে হবে মামুনুলুদেরকে।

    আজ ভুটানের স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় ভুটানকে হারাতেই পারলেই এশিয়ান প্লে অফ -২ থেকে উত্তোরণ ঘটবে বাংলাদেশের।

    তাতে ফ্যাকাশে ফুটবলে হয়তো কিছুটা রঙ লাগবে। কিন্তু ভুটানকে হারাতে গিয়ে এতো টেনশন কেন?

    কারণটা অনুমেয়, অন্যেরা যখন দিন দিন উন্নতি করেছে, আমরা ঠিক ততটাই পিছিয়ে পড়েছি।

    ভুটানের সাথে জিতলে অান্তর্জাতিক ফুটবলে টিকে থাকবে বাংলাদেশ। হারলে প্রথম বারের মতো এশিয়ান ফুটবলের নিচ স্তরে নেমে যাবে বাংলাদেশ। সাথে তৈরী হবে ভুটান রুপকথা, কারণ বাংলাদেশের সাথে ১৩ মোকাবেলায় একবার যে জয়ের মুখ দেখে নি দর্জিরা।

    আজ ভুটান জয় পেলে নিজেদের ইতিহাস রাঙাবে নতুন করে, পিছু টানে থাকা বাংলাদেশের ফুটপবলের মুখ থুবড়ে পড়বে আরেকবার। ফিফা স্বীকৃত আন্তর্জাতিক ফুটবল ম্যাচ তেকে ছিটকে যেতে হবে বাংলাদেশকে।

    এসএনপিস্পোর্টটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০/১০৪

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here