স্পোর্টস ডেস্ক: আফগানিস্তান সিরিজকে সামনে রেখে আজ দিবারাত্রির প্রস্তুুতি ম্যাচে মাঠে নামছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাথমিক ক্যাম্পের ক্রিকেটাররা। আফগানিস্তান সিরিজের সবগুলো ম্যাচই হবে দিবরাত্রির। যার কারণে দীর্ঘ দিন পর আন্তর্জতিক ক্রিকেটে মাঠা নামা টাইগাররাই কৃত্তিম আলোয় প্রস্তুুতি সারছেন।
আজ বুধবার আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল যখন ঢাকা পৌছাবে, তখন মিরপুর স্টেডিয়ামে কৃত্রিম আলোয় প্রস্তুতি ম্যাচ খেলতে ব্যস্ত থাকবেন মাশরাফিরা।
দুপুর ২টায় শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের ২২ গজে দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবেন মাশরাফি-মুশফিক-সাকিবরা।
ঈদের আগেও স্কিল অনুশীলনের অংশ হিসেবে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। এবার মূল মঞ্চে মাঠে নামার আগে প্রস্তুতি হিসেবে আজ দুপুর ২টায় মিরপুরে প্রস্তুতি ম্যাচ খেলতে মাঠে নামবেন জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা।
প্রথম দুদিনের মত তৃতীয় দিনও কঠোর অনুশীলন করেছেন ক্রিকেটাররা। পেস বোলারদের নিয়ে প্রায় দুই ঘন্টার মত কাজ করেছেন বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। কোচ চান্দিকা হাতুরুসিংহে কাজ করেছেন ব্যাটসম্যানদের নিয়ে।
এছাড়াও অনুশীলনে যোগ দিয়েছেন হাইপারফরম্যান্স ক্যাম্পে (এইচপি) থাকা ক্রিকেটাররা। পেসার আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বী, জুবায়ের হোসেন লিখন, নূর হোসেন মুন্নারা জাতীয় দলের নেটে ঘাম ঝরিয়েছেন গত কাল।আজ ক্যাম্পের খেলোয়াড়রা দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ম্যাচ খেলবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০/১০৪