স্পোর্টস ডেস্ক:: আইপিএলে চার ম্যাচ খেলে তিনটিতে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। বোলিংয়ে দলের প্রধান অস্ত্র জাসপ্রিত বুমরাহকে ছাড়াই খেলতে হচ্ছিলো দলটিকে। ভারতের তারকা পেসার চোটের কারণে দীর্ঘ চার মাস থেকে আছেন মাঠের বাইরে। খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিও।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) কয়েক মাস পুনর্বাসনে থাকা জাসপ্রিত বুমরাহ মাঠের নামার জন্য এখন পুরোপুরি ফিট। তাকে মাঠে নামার অনুমিত দেওয়া হয়েছে। ফলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মুম্বাইয়ে ইন্ডিয়ান্সের একাদেশ দেখা যাবে এই তারকাকে।
একের পর এক হারতে থাকা মুম্বাইয়ের সমর্থকেরা আশায় আছেন জাসপ্রিত বুমরাহ ফিরলেও পাল্টাবে দলের চিত্র। বল হাতে ব্যবধান গড়ে দেবেন তিনিই। আরো শক্তিশালি হয়ে মুম্বাইয়ে ইন্ডিয়ান্স ধারাবাহিক জয়ে ফিরবে। তাদের সেই অপেক্ষা আজ ফুরাতে পারে।
সব ঠিক থাকলে আজ রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলবেন জাসপ্রতি বুমরাহ। ইতিমধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। করেছেন অনুশীলনও। এই তারকার ফেরায় মুম্বাই ইন্ডিয়ান্সে যে স্বস্তি ফিরেছে সেটা তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে জানিয়েছে।
বুমরাহকে সিংহ আখ্যা দিয়ে মুম্বাই সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘সিংহ ফিরে এসেছে এবং আবার এই জঙ্গলের রাজা হতে প্রস্তুত, গর্জে ওঠার জন্য প্রস্তুত।’
তবে মুম্বাইয়ের প্রতিপক্ষ বেঙ্গালুরু জানিয়েছে, তারা বুমরাহকে প্রতিরোধে প্রস্তুুত। সংবাদ সম্মেলনে বেঙ্গালুরুর অস্ট্রেলিয়ান হার্ড হিটিং ব্যাটসম্যান টিম ডেভিড জানিয়েছেন তারা প্রস্তুুতি আছেন। তিনি বলেন, ‘আশা করি আগামীকাল (আজ) রাতে বুমরা প্রথম ওভার করবে এবং আমাদের যে ব্যাটসম্যানই ওপেনিংয়ে নামুক, তার প্রথম বলেই চার অথবা ছক্কা মারবে—এটাই আমাদের বার্তা।’
বুমরাহর প্রশংসা করে ডেভিড, বলেন ‘সবাই ভালো করেই জানে, বুমরা বিশ্বের সেরা বোলার। তাঁকে আবার টুর্নামেন্টে (আইপিএলে) দেখতে পারাটা দারুণ ব্যাপার হবে। কারণ, সে থাকলে খেলাটা আরও ভালো হবে। তবে আমরা তাঁকে সামলানোর চ্যালেঞ্জ নিতে চাই। আমরা এই টুর্নামেন্টের গভীরে যেতে চাই। প্লে-অফে খেলতে চাইলে আমাদের সেরা দল ও সেরা খেলোয়াড়দের হারাতে হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০