নিজস্ব প্রতিবেদক: শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ দলের আফগানিস্তান আর ইংল্যান্ডের ব্যস্ত সিরিজ শেষেই বিপিএলের জন্য মাঠে নামবেন দেশী-বিদেশী ক্রিকেটাররা।
আগামি ৪ নভেম্বর মাঠে গড়াবে বিপিএল। তার আগে আজ ৩০ সেপ্টেম্বর বিপিএলের খেলোয়াড় নিলাম অনুষ্টিত হওয়ার কথা রয়েছে। ঢাকা-চট্টগ্রামের দুই ভেন্যুতে অনুষ্টিত হবে বিপিএলে ম্যাচ।
বিপিএল নিলামের জন্য দেশী দেশী ১শ৩৩ আর বিদেশী ১শ ৬৮ জন ক্রিকেটারকে নির্বাচিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন ক্যাটাগরিতে এসব ক্রিকেটারদের রাখা হয়েছে। এ ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন ২৫ লাখ টাকা করে। বি ক্যাটাগরির ক্রিকেটাররা ১৮ লাখ, সি ক্যাটাগরির ক্রিকেটাররা ১২ লাখ ও সি ক্যাটাগরির ক্রিকেটাররা ৫ লাখ টাকা পাবেন।
নিলামের জন্য এ ও আইকন ক্যাটাগরিতে সিলেটের কোন ক্রিকেটার নেই।
বি ক্যাটাগরিতে আছেন সিলেটের ক্রিকেটার অলক কাপালী, আবুল হাসান রাজু ও এনামুল হক জুনিয়র।
সি ক্যাটাগরিতে আছেন আবু জায়েদ চৌধুরী রাহী, ইমতিয়াজ হোসেন তান্না, রাজিন সালেহ, জাকির হাসান, রাহাতুল ফেরদৌস ও নাবিল সামাদ।
ডি ক্যাটাগরিতে আছেন, নাসুম আহমদ, জাকের আলী অনিক, আহমেদ সাদিকুর রহমান তাজিন ও এবাদত হোসেন।
এদের মধ্যে থেকে আজ নিলামে দল পাবেন সিলেটের ক্রিকেটাররা। এখন দেখা যাক নিলাম থেকে সিলেটের কোন কোন ক্রিকেটার দল পান আর কারা অবিক্রিত থাকেন।
গত বছর অনুষ্টিত বিপিএলে বিপিএল চ্যাম্পিয়ন জয়ী নায়ক সিলেটের ছেলে অলক কাপালীকে নিয়ে অনেক নাটকই করেছে দলগুেলো। অবহেলিত অলক এ দল ওই দল করে শেষ পর্যন্ত সুযোগ পেয়ে ছিলেন কুমিল্লাতে।
তিনি কুমিল্লার হয়ে ফাইনালে মাঠে নেমে কঠীন চাপের মুখে দলকে চ্যাম্পিয়ন করেই শুরুর অবহেলার জবাব দিয়েছেন দারুণ ভাবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০