স্পোর্টস ডেস্কঃ দারুণ উদ্যোমে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে বিশ্বকাপের অনেক দিন পেরোলেও, এখন পর্যন্ত মাঠে নামা হয়নি দক্ষিণ আফ্রিকার। অবশেষে প্রোটিয়াদের অপেক্ষার ক্ষণ শেষ হতে চলেছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
সোমবার দলটির প্রতিপক্ষ জিম্বাবুয়ে। বেলেরিভ ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। এই মাঠেই দিনের প্রথম ম্যাচে লড়ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। পরবর্তীতে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।
বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলা দক্ষিণ আফ্রিকা জয় দিয়ে আসর শুরু করতে চায় নিঃসন্দেহে। তবে ছেড়ে কথা বলবে না জিম্বাবুয়ে। প্রথম পর্বে দারুণ ক্রিকেট খেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে এসেছে দলটি। যেই গ্রুপ থেকে কিনা বিদায় হয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজের। এবার তাই মূল পর্বের শুরুতেই চমকে দিতে চাইবে জিম্বাবুয়ে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা