স্পোর্টস ডেস্ক:: মাঠের খেলাধুলা করে দর্শক/পাঠকের কাছে তুলে ধরেন ক্রীড়া সাংবাদিকেরা।দেশের ক্রীড়া সাংবাদিকরা আজ পালন করলেন নিজেদের জন্য একটি দিন। আজ ২ জুলাই বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস।
১৯৯৫ সাল থেকে ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (এআইপিএস) অধিভূক্ত দেশগুলো এই দিন পালন করে ক্রীড়া সাংবাদিক দিবস। বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকেরা দিবসটি পালন করেছেন।
এআইপিএসের স্বীকৃত সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। সংগঠনটির কার্যালয়ে আজ কেক কেটে ক্রীড়া সাংবাদিক দিবস পালন করা হয়। বাংলাদেশ ক্রীড়া সাংবাদিকদের আরেকটি সংগঠণ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশনেও (বিএসজেএ) কেক কাটা হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ক্রীড়া সাংবাদিকদের সংগঠনগুলোতে ক্রীড়া সাংবাদিক দিবসের কেক পাঠিয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০