স্পোর্টস ডেস্ক: আজ দুপুর দুইটায় মিরপুরের হোম অব ক্রিকেটে মাঠে নামবে বাংলাদেশ-আফগানিস্তান। কিন্তুু আজকের আবহাওয়ার পূর্বাবাস শঙ্কা দেখাচ্ছে ক্রিকেট প্রেমীদেরকে।
দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে মাঠা নামা বাংলাদেশের জন্য আজকে কাল হয়ে দাঁড়াতা পারে বৃষ্টি। কারণ আজকের আবহাওয়ার পূর্বাববাসে ঢাকায় বৃষ্টির সম্ভাববনা রয়েছে। থেমে বৃষ্টি হলে বা ম্যাচ শুরুর আগে বৃষ্টি হলে খেলা হওয়ারই সম্ভাবনা। কারণ ঢাকার মাঠের গ্রেনেজ সিস্টেম আধুনিক। তবে টানা বৃষ্টিপাত হলে ম্যাচ ভেসে চলে যেতে পারে রিজার্ভ ডেতে।
আফগানদের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামার আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেয়ার লক্ষ্যে শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে গিয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা।
কিন্তু টাইগাররা মাঠে এসে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই হানা দেয় তুমুল বৃষ্টি। এরপর টানা মিনিট চল্লিশেক অব্যাহত থাকে সেই বৃষ্টি। তবে মিরপুরের অত্যাধুনিক ড্রেনেজ সিস্টেমের কারণে রোববারের ম্যাচের আগেই মাঠ শুকিয়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
উল্লেখ্য বাংলাদেশ সময় বেলা আড়াইটায় আফগান বাহিনীর মুখোমুখি হবে টাইগাররা।
আবহাওয়ার প্রতিবেদন প্রকাশকারি সংস্থা অ্যাকু ওয়েদারের তথ্য মতে, রবিবার দিনের বড় একটা সময় আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি ঝড়ো-বৃষ্টির সম্ভাবনাও আছে। তবে আশার কথা হলো তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটি ম্যাচের সাথেই একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ক্রি/০০