স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা এশিয়ায় আজ মাঠে নামছে। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টাইনরা অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে। চীনের বেইজিংয়ে ফিফা প্রীতি ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ফিফা উইন্ডোতে আর্জেন্টাইনরা দু’টি প্রীতি ম্যাচ খেলবে। বেইজিংয়ে আজকের ম্যাচটিতে আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন বিশ্বকাপ জেতা অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচটি খেলতে গত ১০ জুন মেসি-ডি মারিয়ারা চীন সফরে আসেন।
বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়াম কর্তৃপক্ষ ম্যাচ আয়োজনের সকল প্রস্তুুতি সম্পন্ন করে রেখেছে। ৬৮ হাজার ধারণ ক্ষমতার স্টেডিয়ামটির সব টিকিটই বিক্রি হয়ে গেছে। আর্জেন্টাইন এবং অজিদের লড়াই দেখার অপেক্ষা ফুটবল বিশ্ব।
এদিকে আজকের ম্যাচ ছাড়া আরেকটি ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল। ১৯ জুন তুরস্কের রাজধানী জাকার্তায় ম্যাচটি অনুষ্টিত হবে। ডি মারিয়া, মার্টিনেজদের প্রতিপক্ষ স্বাগতিক তুরস্ক। অবশ্য সে ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। স্কালোনি দলের সেরা তারকাকে বিশ্রাম দিয়েছেন আগামি ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post