স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের পর্দা উঠছে (আজ) শুক্রবার। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে শিরোপাধারী গুজরাট টাইটান্স। তাদের প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। শুক্রবার আসরের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
আইপিএলে আবারো শুরু হচ্ছে হোম-অ্যাওয়ে ফরম্যাটে প্রতিযোগিতা। প্রতিটি দল তাদের ঘরের মাঠে প্রতিপক্ষের সঙ্গে একটি ম্যাচ খেলবে ও আরেকটি ম্যাচ সেই প্রতিপক্ষের ঘরের মাঠে গিয়ে খেলবে। নতুন নিয়মের আইপিএলে এবার টসের পর একাদশ তালিকা একে অপরকে দেবেন দুই দলের অধিনায়ক। সাধারণত টসের সময়ই অধিনায়করা একাদশ জানিয়ে দেন। তবে এবারের আইপিএলে টসের সময় দুটি একাদশ তালিকায় নিয়ে নামতে পারবে দলগুলো। ফলে দলগুলো ম্যাচের কন্ডিশন ও টসের হার-জিতের ওপর ভিত্তি করে নিজের পছন্দের একাদশ নামাতে পারবে। এর ফলে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ বাছতে সুবিধা হবে অধিনায়কদের। প্রথম ইনিংসে প্রথম একাদশে না থাকা একজন ক্রিকেটারকে পরের ইনিংসে দলে নেওয়া যাবে। তিনিই হচ্ছেন ‘ইমপ্যাক্ট প্লেয়ার।’
এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে আগে জরিমানা করা হতো অধিনায়ককে। কিন্তু এবার থেকে সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে ৩০ গজ বৃত্তের বাইরে পাঁচ জনের জায়গায় চার জন ফিল্ডার রাখতে হবে অধিনায়ককে। ফলে বাড়তি সুবিধা পাবে ব্যাটিং দল। আরেকটি নতুন সংযোজন হচ্ছে, ফিল্ডিং করার সময় নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করলে তারও শাস্তি পেতে হবে ফিল্ডিং করা দলকে। যদি বল করার সময় উইকেটরক্ষক নিয়ম-বহির্ভূতভাবে নড়াচড়া করেন তাহলে ব্যাট করা দলকে পেনাল্টি হিসেবে ৫ রান দেওয়া হবে। সেই বলটিও ডেড বল হিসেবে গণ্য হবে। অর্থাৎ, কোনো বল না খেলেই ৫ রান যোগ হবে ব্যাটিং দলের স্কোরবোর্ডে। কোনো ফিল্ডার সেই কাজ করলেও একই শাস্তি পেতে হবে।
চেন্নাই সুপার কিংস স্কোয়াড: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডেভন কনওয়ে (নিউজিল্যান্ড), রুতুরাজ গাইকোয়াড়, আম্বাতি রাইডু, শুভ্রাংশু সেনাপতি, মঈন আলি (ইংল্যান্ড), শিভাম দুবে, রাজবর্ধন হাঙ্গারজকার, ডোয়াইন প্রিটোরিয়াস (দক্ষিণ আফ্রিকা), মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুকেশ চৌধুরী*, মাথিশা পাথিরানা (শ্রীলঙ্কা), সিমারজিত সিং, প্রশান্ত সোলাংকি, মহেশ থাকসিনা (শ্রীলঙ্কা), আজিঙ্কা রাহানে, বেন স্টোকস (ইংল্যান্ড), শাইক রশীদ, নিশান্ত সিন্ধু, কাইল জেমিসন (নিউজিল্যান্ড), অজয় মণ্ডল, ভগত ভার্মা ও সিসান্দা মাগালা।
গুজরাট টাইটান্স স্কোয়াড: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), শুভমান গিল, ডেভিড মিলার (দক্ষিণ আফ্রিকা), অভিনব মনোহর, সাই সুদর্শন, ঋদ্ধিমান সাহা, ম্যাথিউ ওয়েড (অস্ট্রেলিয়া), রশিদ খান (আফগানিস্তান), রাহুক্ল তেওয়াটিয়া, বিজয় শঙ্কর, মোহাম্মদ শামি, আলজেরি জোসেফ, ইয়াশ দয়াল, প্রদীপ সাংওয়ান, দর্শন নালকান্ডে, জয়ন্ত যাদব, আর সাই কিশোর, নুর আহমেদ, কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), ওডেন স্মিথ (ওয়েস্ট ইন্ডিজ), কেএস ভারত, শিভাম মাভি, উরভিল প্যাটেল, জশুয়া লিটল ও মোহিত শর্মা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post