নিজস্ব প্রতিবেদক:: বিপিএলের প্রথম দুই পর্ব শেষ। ঢাকা ও সিলেট পর্ব শেষে এবার চট্টগ্রাম পর্ব শুরুর অপেক্ষা। আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে চট্টগ্রাম। তার আগে বুধবার দিনবর নাটক হয়েছে বেশ। পারিশ্রমিকের অর্থ না পাওয়ায় অনুশীলন বাতিল করেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা।
বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফারুক আহমদ জরুরী বৈঠক করেন রাজশাহীর ক্রিকেটার ও মালিক কর্তৃপক্ষের সাথে। তাতেও খুব একটা সমাধান আসেনি। সবশেষ গত মধ্যরাতে ভিডিও বার্তা দিয়ে রাজশাহী সব অভিযোগ অস্বীকার করেছে।
ফ্র্যাঞ্চাইজিটির অপারেশন ইন-চার্জ জায়েদ আহমেদ ভিডিও বার্তায় দাবি করেছেন, পারিশ্রমিক নিয়ে কেনাো জঠীলতা হয়নি। ক্রিকেটাররা অনুশীলন বাতিল করেননি। সব ক্রিকেটারকে এক সাথে না পাওয়ায় অনুশীলন হয়নি। বিশ্রাম দেওয়া হয়েছে।
অপারেশন ইন-চার্জ জায়েদ আহমেদ বলেন, “অনুশীলন ও পারিশ্রমিকের বিষয়ে আমরা সারা দিন যে খবরগুলো দেখেছি, এটার সাথে আসলে (পারিশ্রমিক না পাওয়ার বিষয়) একদমই সম্পৃক্ত নয়। আমরা এরই মধ্যে প্রতিটি ক্রিকেটারকে টিম ম্যানেজমেন্ট থেকে প্রতিশ্রুতি দিয়েছি আগামীকাল অর্থাৎ ১৬ জানুয়ারি সবাইকে পারিশ্রমিক দেওয়া হবে। এটার সঙ্গে অনুশীলনের সম্পর্ক নেই।”
অনুশীলন বাতিলের কারণ হিসেবে তিনি বলেন, “সিলেট থেকে আমরা যখন চট্টগ্রামে আসি, কয়েকজন ক্রিকেটার ঢাকায় নেমে তারা বিশ্রামে গিয়েছিল। চট্টগ্রামে আমরা পুরো দলকে আমরা একসঙ্গে পাইনি। গতকাল (মঙ্গলবার) রাতে কয়েকজন এসেছে, আজকে (বুধবার) এসেছে। এখনও এক-দুজন জন বাকি আছে। ক্রিকেটাররা বিশ্রাম চেয়েছিল বলেই ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশ্রাম দেওয়া হয়। এটাই ছিল বিষয়। পারিশ্রমিকের বিষয়ে বলব, ১৬ জানুয়ারি তারা পেয়ে যাবে। এতে কোনো সংশয় নেই।”
ক্রিকেটারদের দেওয়া চেক ব্যাংক থেকে প্রত্যাখান হওয়ার বিষয়ে তিনি বলেন, “চেক বাউন্সের ব্যাপারটা হলো, যেই ম্যাচে আমাদের দলের কর্ণধারের স্ত্রী মাঠে ছিলেন, ওই ম্যাচে সাইডলাইনে বসে থাকা অবস্থায় একটি বল আঘাত করে ওনার শরীরে। একটা হাড়ে চিড় ধরা পড়ে। তাই তৎক্ষণাৎ তাকে ব্যাংকক নিয়ে যেতে হয় চিকিৎসার জন্য। তিনি সেখানেই ছিলেন। “চেকটা আমরা এর আগেই দিয়ে ফেলেছিলাম। আমরা চেকটা ওই তারিখে লিখে ফেলেছিলাম কিন্তু উনি দেশে নেই, তখন তিনি বললেন, ‘আমি তো দেশে নেই, তুমি দলকে বলো আমি আসার পরে যেন চেকটা জমা দেয়। না হয় ব্যাংক তো ফোন করে আমাকে পাবে না।’ এই জিনিসটা প্রতিটা ক্রিকেটারকে বলা হয়েছিল। এর ভেতরে ২-১ জন ক্রিকেটার হয়তো চেক জমা দিয়ে ফেলেছিল। তাদের মনে ছিল না। পরে যোগাযোগ করি যে, ‘আপনাদের তো বলা হয়েছে চেকটা জমা না দিতে।’ তখন তারা বলে যে, তাদের মাথায় ছিল না। তারা ভেবেছিল সমস্যা সমাধান হয়ে গেছে।”
নানা বিতর্ক নিয়ে আজ থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর দেড়টায় দিনের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক চিটাগাং কিংসে প্রতিপক্ষ খুলনা টাইগার্স।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০