আজ শুরু টি-২০ সিরিজ, বাংলাদেশি ব্র্যান্ড খেলতে চান সোহানরা

0
18

স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে আজ নতুন এক বাংলাদেশ দলকে দেখবেন সমর্থকেরা। হারারেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে তারুণ্য নির্ভর টাইগাররা মাঠে নামবে প্রথম টি-২০ ম্যাচে। সিনিয়র কোনো ক্রিকেটার নেই দলে। পঞ্চ পাণ্ডব বিহীন বাংলাদেশের যাত্রা শুরু হচ্ছে আজ থেকেই। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি।

পঞ্চ পাণ্ডবের একজন মাশরাফী বিন মোর্ত্তজা ২০১৭ সালেই অবসর নিয়েছেন টি-২০ থেকে। জাতীয় দলের অন্যান্য ফরম্যাটেও তার ফেরার আশা খুব একটা নেই। ড্যাশিং ওপেনার তামিম ইকবাল আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নিয়েছেন কিছু দিন আগেই। মাহমুদউল্লাহ রিয়াদ ফর্মহীনতায় বাদ পড়েছেন দল থেকে। বর্তমান দল ভালো করলে তার ফেরারও খুব একটা সুযোগ নেই। মুশফিকুর রহিমের টি-২০ সামর্থ্যও প্রশ্ন আছে। তিনিও আপাতত নেই টি-২০ দলে। বাকী থাকলেন কেবল সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সিরিজ থেকে তিনিও ছুটি নিয়েছেন।

নতুন এক টি-২০ দলকে তাই আজ দেখবেন সমর্থকেরা। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ টি-২০ দলও দারুণ শুরু করতে চায়। অধিনায়ক সোহান জানিয়েছেন তিনি জিততেই গেছেন। জিম্বাবুয়েতে শেখার কিছু নেই। তার দল বাংলাদেশি ব্র্যান্ড ক্রিকেট খেলতে চায়। অবশ্য আগের অধিনায়কেরাও বলতেন, তারা বাংলাদেশি ব্র্যান্ড খেলছেন।

টাইগার অধিনায়ক সোহান বলেন, ‘আমরা বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেন্সিবল থাকি, তাহলে ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারব। এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া- নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত না। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই।’

শেখার জন্য নয়, জেতার জন্য গেছেন জানিয়ে সোহান বলেন, ‘আমাদের অনভিজ্ঞ দল বলতে পারেন না। তরুণ দল বলতে পারেন, শিখতে আসি নাই। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি। বেশির ভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হবো, তবে সেটির জন্য প্রস্তুুত আছি।

জিম্বাবুয়ে ভালো দল জানিয়ে তিনি আরো বলেন, ‘নিজেদের কন্ডিশনে তারা ভালো দল। তবে আমরা সিরিজ জিততেই এসেছি। সেটিই মূল বিষয়। অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি ভাল একটা সিরিজ হবে।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here