স্পোর্টস ডেস্ক:: আয়ারল্যান্ডের বিপক্ষে পরিস্কার ফেবারিট বাংলাদেশ। কিছু দিন আগেই ঘরের মাঠে আইরিশদের হোয়াইটওয়াশ করা হয়েছে। এবার ভিন্ন কন্ডিশনে চ্যালেঞ্জ নেওয়ার পালা টাইগারদের। আইসিসি সুপার লিগের অন্তর্ভূক্ত সিরিজটি আইরিশদের হোম সিরিজ হলেও খেলা হচ্ছে ইংল্যান্ডে।
বৈরি আবহাওয়াসহ আরো কিছু কারণে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড নিজেদের দেশে সিরিজটি আয়োজন করেনি। ইংল্যান্ডের চেমসফোর্ডে আজ বিকেল পৌনে ৪টায় শুরু হবে সিরিজ। দ্বিতীয় এক দিনের ম্যাচটি হবে ১২ মে। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৪ মেস।
বাংলাদেশের এই সিরিজ দেশীয় কোনো টিভি চ্যানেল সম্প্রচার করছে না। বাংলাদেশের দু’টি চ্যানেল মূলত খেলা সম্প্রচার করে। গাজী টিভি ও টি স্পোর্টস এই সময়ে ব্যস্ত আইপিএল সম্প্রচার নিয়ে। টাইগার সমর্থকদের তাই খেলা দেখতে হবে আইসিসি টিভিতে। তবে ফ্রিতেই দেখা যাবে খেলা।
তবে জানা গেছে, দেশী কয়েকটি চ্যানেল খেলা সম্প্রচার করতে আগ্রহী হয়েছিলো। কিন্তুু আয়ারল্যান্ডের বোর্ডের কাছ থেকে স্বত্ব কেনা প্রিমিয়ার স্পোর্টস বাংলাদেশী চ্যানেলগুলোর কাছে সম্প্রচার স্বত্ব বিক্রি করেনি। প্রতিষ্ঠানটি অতিরিক্ত অর্থ চেয়ে বসে, যা পরিশোধ করতে অনীহা দেখায় দেশের চ্যানেগুলো। তাদের দাবি এই বিপুল অর্থ দিয়ে সম্প্রচার স্বত্ব কেনে তা উঠানো কঠিন হয়ে যাবে।
তবে হতাশ হওয়ার কারণ নেই সমর্থকদের। আইসিসির নিজস্ব টিভিতে সরাসরি খেলা দেখা যাবে। আর সেটা একেবারে বিনামূল্যে। শুধুমাত্র ফ্যান একাউন্ট রেজিস্ট্রেশনের মতো ছোট্ট কাজ সম্পন্ন করেই সরাসরি আইসিসি টিভিতে খেলা দেখতে পারবেন সমর্থকরা।
আইসিসি টিভিতে খেলা দেখতে হলে সাধারণত আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। তবে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ দেখতে হলে একটি ফ্যান একাউন্ট খুলতে হবে। সুনির্দিষ্ট কিছু তথ্য দিয়ে বিনামূল্যেই একাউন্ট করা যাবে। আর সেই একাউন্ট দিয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ম্যাচ দেখা যাবে সরাসরি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post