স্পোর্টস ডেস্ক:: স্বাগতিক জিম্বাবুয়ের সাথে আজ যেনো ‘অলিখিত’ ফাইনালে মাঠে নামবে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা। আজ যে দল জিতবে, তারাই সিরিজ জয়ী দল। ক্রেইগ আরভিনের দল প্রথম ম্যাচ জিতে লিড নেয়।
সফরকারী বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ সমতায় ফেরে। তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচে যে দল জিতবে, তারাই সিরিজ জয়ী হবে ২-১ ব্যবধানে। তিন ম্যাচ সিরিজের শেষ টি-২০ ম্যাচটি আজ তাই ফাইনালের আবহে থাকবে।
হারারেতে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে সিরিজের শেষ ম্যাচটি। বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আগের ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত। এই সিরিজের অধিনায়ক নুরুল হাসান সোহান ইনজুরিতে পড়ায় সিরিজের শেষ ম্যাচের জন্য অধিনায়ক ঘোষণা করা হয় সৈকতকে।
সোহানের বদলী হিসেবে ইতিমধ্যে টি-২০ দলে নেওয়া হয়েছে সদ্য নেতৃত্ব হারানো মাহমুদউল্লাহ রিয়াদকে। আজকের একাদশে তাই এই সিনিয়র ক্রিকেটারকে দেখা যেতে পারে। টি-২০ সিরিজ শেষেই শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০