নিজস্ব প্রতিবেদক:: টাইগারদের সাফল্যের ফরম্যাট ওয়ানডে। দেড় দশক থেকে ৫০ ওভারের ম্যাচে জয়ের পাল্লাই বেশি বাংলাদেশের। তবে গত বছরটা ভালো যায়নি। মুশফিক-সাকিবরা ৩২ ওয়ানডে খেলেছেন গত বছর। তাতে হেরেছেন ১৮টি’ম্যাচে। জিততে পেরেছেন মাত্র ১১টিতে।
নতুন বছরটা কেমন হবে এনিয়ে ছিলো কিছুটা সংশয়। তবে বাংলাদেশ ফেবারিট ফরম্যাটে ফেবারিটের মতোই শুরু করেছে। সিলেটে সফরকারী শ্রীলঙ্কার সাথে টি-২০ সিরিজ হারলেও চট্টগ্রামে ওয়ানডে সিরিজ জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল।
দেশের মাটিতে শান্তর প্রথম শতকের সঙ্গে মুশফিকের দায়িত্বশীল ইনিংসে ৬ উইকেটের বড় ব্যবধানে সিরিজে ১-০তে লিড নিয়েছে টাইগাররা। সিরিজের দ্বিতীয় ম্যাচে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। টাইগার পেসার তাসকিন আহমদ জানিয়েছেন, জয়ের জন্যই মাঠে নামবেন তারা।
সিরিজ জয় নিয়ে তাসকিন আহমদ বলেন, ‘আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের ব্যাপারে। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন একটা তো জিতে গেলাম। আরও দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য।’
সিরিজ জয়ের পর হোয়াইটওয়াশের লক্ষ্য জানিয়ে এই পেসার বলেন, ‘শুক্রবার জিতে সিরিজ নিশ্চিত করতে পারলে তারপর লঙ্কানদের হোয়াইটওয়াশ করার পরিকল্পনা করবো। তাই দ্বিতীয় ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, সিরিজ জিতবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/.ডেস্ক/০০
Discussion about this post