আজ সেঞ্চুরিতে নেইমার

0
67

স্পোর্টস ডেস্ক: নেইমার লা লিগায় সেঞ্চুরি করছেন আজ। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আজ তিনি লা লিগায় ১০০ তম ম্যাচ খেলবেন। ২০১৩ সালে স্বদেশী ক্লাব সান্তোস ছেড়ে কাতালান ক্লাবটিতে যোগ দেন নেইমার।

বার্সার জার্সিতে নিয়মিতই আলো ছড়াচ্ছেন এই ব্রাজিলিয়ান। আলো ছড়িয়ে যাচ্ছেন বিশ্ব ফুটবলে। লা লিগায় ৯৯ ম্যাচ খেলা নেইমার গোল করেছেন ৫৯টি।

প্রথম মৌসুমে লা লিগায় ২৬ ম্যাচ খেলে নয় গোল করেন তিনি। সবমিলিয়ে ৪১ গোল। এর পরের মৌসুমে সর্বমোট ৫১ গোল। গত মৌসুমে ৪৯ গোল করেন নেইমার। এ মৌসুমে ইতোমধ্যেই নয় গোল করে ফেলেছেন তিনি। লা লিগায় বার্সার জার্সিতে ৯৯ ম্যাচে নেইমার করেছেন ৫৯ গোল। আজ হয়তো এই সংখ্যাটা আরও বৃদ্ধি করতে পারেন ব্রাজিলিয়ান।

লিওনেল মেসি লিগে ১০০তম ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে জড়িয়েছিলেন ৪৮ গোল। বার্সার সাবেক স্প্যানিশ তারকা ডেভিড ভিয়াও ১০০তম ম্যাচে মেসির সমান ৪৮ গোল করেছিলেন। তবে নতুন কীর্তি গড়েন ক্রিশ্চিয়ানো রোনালদো। শততম ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে ১১১ গোল করেন তিনি। যা লিগের ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রি/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here