স্পোর্টস ডেস্ক:: ঢাকার বাইরে ক্রিকেটকে নিয়ে যাওয়া নিয়ে অনেক আলোচনা হচ্ছে। বিভাগীয় শহরগুলোতে আঞ্চলিক ক্রিকেট কমিটি গঠন নিয়ে কম আলোচনা হয়নি। তবে কার্যক্রমই শুরু করা যায়নি আঞ্চলিক ক্রিকেটের। তাতে বড় বাধা বিসিবির গঠনতন্ত্র। ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে আঞ্চলিক ক্রিকেট সংস্থা বলতে কিছু নেই।
বিসিবি তাই এবার গঠনতন্ত্রে সংশোধন আনতে যাচ্ছে। আগামিকাল মঙ্গলবার বিসিবির এজিএম অনুষ্টিত হবে। বোর্ড কর্তাদের বার্ষিক সাধারণ সভায় তাই গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব তুলা হবে। সেটি পাস হলেই আঞ্চলিক ক্রিকেট কমিটি নিয়ে কাজ শুরু করা হবে। কি ভাবে কমিটি হবে? তাদের কার্যক্রম কি হবে তখনি চূড়ান্ত হবে সব কিছু।
ক্রিকেট বোর্ডের পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমদ টিটু জানিয়েছেন, মঙ্গলবারের বোর্ড সভায় আঞ্চলিক ক্রিকেট কাঠামোর জন্য গঠনতন্ত্রে সংশোধন আনা হবে। তিনি সোমবার সাংবাদিকদের বলেন, ‘আঞ্চলিক ক্রিকেট কাঠামোকে আমাদের যদি প্রতিষ্টিত করতে হয়, প্রথমে গঠনতন্ত্রে সংশোধনী নিয়ে আসতে হবে। আঞ্চলিক কাঠামোর ব্যাপারে কোনো কিছু আমাদের ক্রিকেটের গঠনতন্ত্রে ছিল না, গঠনতন্ত্র যদি পরিবর্তন করা না হয় তাহলে নতুন কিছু গঠন করা সম্ভব না। যে কারণে সাধারণ পরিষদের অনুমোদন লাগে।’
এজিএমে গঠনতন্ত্র সংশোধনী অনুমোদন পেলে আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়ে কাজ শুরু হবে জানিয়ে বিসিবির এই পরিচালক আরো বলেন, ‘এজিএমে আঞ্চলিক কাঠামো গঠনের জন্য যে গঠনতন্ত্র সংশোধনি প্রস্তাবটা কালকে আনা হবে, সেটি সাধারণ পরিষদে অনুমোদন পেলে আঞ্চলিক কাঠামো কীভাবে তৈরি হবে এবং সেটি কীভাবে কাজ করবে সেগুলো নিয়ে নিয়ে পরে বিশদ আলোচনা হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০