আট বছর পর আবারো এক সঙ্গে দুই শিরোপা বার্সার

0
65

স্পোর্টস ডেস্ক:: বার্সেলোনার নারী দল লা লিগার শিরোপা নিজেদের সম্পত্তি বানিয়েছে। তাদের টানা চতুর্থ শিরোপা জয়ের মৌসুমে ছেলেরা তিন বছর পর আবারো জিতলো শিরোপা। আট বছর পর একই সঙ্গে লা লিগার পুরুষ এবং নারীদের দুই শিরোপাই ঘরে তুললো বার্সেলোনা।

সবশেষ ২০১৫ সালে বার্সার নারী ও পুরুষ দল একই সঙ্গে জিতেছিলো শিরোপা গত তিন বছর টানা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হয়েছে বার্সার মেয়েরা। এই মৌসুমে চ্যাম্পিয়নের হালি পূর্ণ করেছে তারা। মেয়েদের হ্যাটট্রিক শিরোপা হলেও গত তিন বছর শিরোপাহীন থাকতে হয়েছে ছেলেদেরকে। অবশেষে তারাও জিতলো শিরোপা।

মেয়েদের টানা এক হালি শিরোপা পূর্ণের মৌসুমে ছেলেরা তিন বছর পুনরুদ্ধার করেছে শিরোপা। মেয়ে এবং ছেলেদের দুই ট্রফি নিয়েই বার্সেলোনা বিজয় র্যালী করবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ক্যাম্প ন্যু থেকে শুরু হবে বার্সার বিজয় র্যালী। আলাদা আলাদা ছাদ খোলা বাসে থাকবে নারী ও পুরুষ দল। র্যালী শেস হবে তোরণ আর্ক দে ত্রাইওমফে গিয়ে।

লেভানডফস্কির জোড়া গোলের দিনে এসপানিওলকে ৪-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে ৮৫ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা জিতলো দলটি। ৩৪ ম্যাচে ২৭ জয়ের সঙ্গে চার হার ও তিন ‘ড্র’ সঙ্গী জাভির দলের।

তিন বছর পর লা লিগার শিরোপা আবারো নিজেদের ঘরে তুলো লেভানডফস্কি, আনসু ফাতিরা। বার ২৭তম বারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো ঐতিহ্যবাহী ক্লাবটি।

অবনমনে থাকা এসপানিওলকে পাত্তাই দেয়নি বার্সা। ম্যাচের ১১তম মিনিটে লেভানডফস্কির গোলে লিড নেয় দলটি। মিনিট আটকে পরেই ব্যবধান বাড়িয়ে নেন আলেজান্দ্রো বালদে। পেদ্রির পাস থেকে পাওয়া বল ম্যাচের ২০তম মিনিটেই এসপানিওলের জালে পাঠান তিনি। ২-০ ব্যবধানে এগিয়ে যায় জাভির শিষ্যরা।

বিরতির আগে ব্যবধান আরো বাড়ায় বার্সেলোনা। ম্যাচের ৪০তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন লেভানডফস্কি। ৩-০ পিছিয়ে পড়া এসপানিওল প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। পিছিয়ে থেকে বিরতিতে যেতে হয় তাদেরকে।

বিরতির পরও আক্রমণ করতে থাকা বার্সা। দ্রুত ফলও পায় দলটি। দ্বিতীয়ার্ধের আট মিনিটের মাথায় জুলস কাউন্ডে গোল করেন। ম্যাচের ৫৩তম মিনিটেই বার্সা এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ব্যবধান বড় হয়ে যাওয়ায় জাভি একাধিক পরিবর্তন আনেন।

একে এক তুলে নেন পাঁচ ফুটবলারকে। রাফিনহা, গাভি, পেদ্রি কাউকে রাখেননি মাঠে। সুযোগ কাজে লাগায় এসপানিওল। দু’টি গোল শোধ দিয়ে দেয় তারা। ম্যাচের ৭৩তম মিনিটে বদলী নামা জাভি পুয়াডোর গোলে ব্যবধান ৪-১ করে অবনমনে থাকা ক্লাবটি। যোগ করা সময়ে জোসেলু ব্যবধান আরো কমান। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে লিগ শিরোপা ঘরে তুলে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here