নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট দলে প্রায় আট বছর পর ফিরেছেন মোশাররফ হোসেন রুবেল। দীর্ঘ দিন পর মাঠে ফিরেই উইকেট শিকার করলেন তিনি।
সাবধানী ব্যাটিংয়ে এগুতে থাকা আফগানদের থামিয়েছেন তিনি। বাংলাদেশ দলকে এনে দিয়েছেন ব্রেক থ্রু।
দলীয় ৫ রানে প্রথম উইকেট হারানোর পর আফগানরা এগিয়েই যাচ্ছিলো সাবলীল ব্যাটিং করে। কিন্তুু দলীয় ৫২ রানে আফগানিস্তানের দুই ব্যাটসম্যানকে পরপর তিনি সাজঘরে পাঠিয়েছেন।
ইনিংসের ১৩.৩ ওভারে ৩৮ বলে ৩৩ রান করা নওয়াজ মঙ্গলকে সাজঘরে পাঠান তিনি। এরপরের বলে উইকেটে আসা শাহদীকে শুন্য রানেই তামিমের হাতবন্দী করান মোশাররাফ হোসেন।
টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশ দল আফগানিস্তানকে ২শ৮০ রানের টার্গেট দিয়েছে।
১৪.৪ ওভারে আফগানরা সংগ্রহ করেছে ৫২ রান। হারিয়েছে তিনটি উইকেট।
২০০৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মোশাররফ হোসেন। তাইজুল ইসলামের জায়গায় তৃতীয় ম্যাচে দলে এসেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০