স্পোর্টস ডেস্কঃ তিন দিনেরও কম সময়ে শেষ হয়ে গেল নাগপুর টেস্ট। ভারতের ২২৩ রানের লিডের জবাবে মাত্র ৯১ রানে দ্বিতীয় ইনিংস শেষ হয়ে গেছে অস্ট্রেলিয়ার। ফলে ইনিংস এবং ১৩২ রানের ব্যবধানে হেরেছে অজিরা। প্রথম টেস্ট জিতে চার ম্যাচ সিরিজে ১-০ তে লিড নিয়েছে ভারত।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয়। জবাবে ভারত করে ৪০০ রান। ৫ মাস পর ফেরা রবীন্দ্র জাদেজা ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করে জয় এনে দিয়েছেন রোহিত শর্মার দলকে। প্রথম ইনিংসে ৫ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে ৭০ রান ও দ্বিতীয় ইনিংসে দুই উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।
দুর্দান্ত ব্যাটিং করেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল। দীর্ঘ দেড় বছর পর টেস্টে শতক হাঁকিয়ে রেকর্ড গড়েন রোহিত। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে রোহিতের এটি প্রথম শতক। পাশাপাশি, ভারতের একমাত্র অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড গড়েন তিনি। বিশ্বে চতুর্থ অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছেন রোহিত। ১২০ রান করেন তিনি।
জাদেজার ব্যাট থেকে আসে ৭০ রান। আর শেষের দিকে ব্যাট হাতে জ্বলে উঠেন অক্ষর। টেস্ট ক্রিকেটে দ্বিতীয় অর্ধশতক করে ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৮৪ করে। অজিদের মধ্যে অভিষিক্ত স্পিনার টড মার্ফি দুর্দান্ত বোলিং করেছেন। দ্বিতীয় দিনে ৫ উইকেট পাওয়ার পর তৃতীয় দিনে আরও দুই উইকেট পেয়েছেন তিনি। এ ছাড়া ২ উইকেট পেয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
২২৩ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। উসমান খাজাকে বিরাট কোহলির ক্যাচ বানিয়ে অশ্বিনের উইকেট শিকার শুরু। মারনাশ লাবুশানে টিকে থাকার চেষ্টায় ব্যর্থ হন জাদেজার বলে। ডেভিড ওয়ার্নারকে ফেরান অশ্বিন। ম্যাট রেনশো টিকতে পারেন সর্বসাকূল্যে ৭ বল। আলেক্স কেয়ারি ৬ বলে ২ চার মেরে ফিরে যান অশ্বিনের অফ স্পিনে।
পিটার হ্যান্ডসকবও দেখাতে পারেননি দৃঢ়তা। অধিনায়ক কামিন্স জাদেজার বলে ক্রিস ছেড়ে বেরিয়ে নেন। পরে আকসার আর শামি মিলে পরে দ্রুতই গুঁড়িয়ে দেন অজিদের ইনিংস। স্টিভেন স্মিথ ৫১ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন এক প্রান্তে। অশ্বিন বল হাতে নিয়েছেন ৫ উইকেট। ২টি করে উইকেট নিয়েছে জাদেজা ও শামি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০