আড়াই বছরের চুক্তিতে বায়ার্নে আসা সমেরের অভিষেকে গোল হজম

0
73

স্পোর্টস ডেস্কঃ বায়ার্ন মিউনিখে নাম লেখালেন ইয়ান সমের। ইতোমধ্যে বাভারিয়ানদের হয়ে অভিষেক হয়েছে সুইজারল্যান্ডের এই গোলরক্ষকের। গত শুক্রবার আরবি লাইপজিগের সাথে ১-১ গোলের ড্রয়ের ম্যাচটিতে বায়ার্নের জার্সি গায়ে বুন্দেসলিগায় অভিষেক হয়েছে সমেরের।

২০১৪ সালে মনশেনগ্লাডবাখে যোগ দেন সমের। দলটির হয়ে বুন্দেসলিগায় ২৭২টি ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ের মধ্যে জার্মানির শীর্ষ লিগে গোলরক্ষকদের মধ্যে তার চেয়ে বেশি খেলেছেন কেবল একজনই। তিনি হফেমহাইমের অলিভার বাউমান।

সুইস তারকা সমেরের সঙ্গে আড়াই বছরের চুক্তি করেছে বায়ার্ন৷ চলতি মৌসুমের শেষে মনশেনগ্লাডবাখে চুক্তির মেয়াদ শেষ হতো তাঁর। গণমাধ্যমের খবর, ৩৪ বছর বয়সী এই ফুটবলারকে দলে টানতে ৮০ লাখ ইউরো খরচ হয়েছে বায়ার্নের।

লাইপজিগ ম্যাচ দিয়ে বায়ার্নে অভিষেকে হওয়া সমের জাল অক্ষত রাখতে পারেন নি। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বায়ার্ন কোচ ইউলিয়ান নাগলসম্যান বলেছেন, ‘অভিষেকে সমের ভালো খেলেছে, এই ধরনের পরিস্থিতিতে খেলাটা সবসময় সহজ নয়। এত অল্প প্রস্তুতি নিয়ে মাঠে নামাটা অত্যন্ত কঠিন।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here