আত্মবিশ্বাস নয়, মনোযোগ দিতে হবে বোলিংয়ে

0
105

মোহাম্মদ রফিক: দেশের মাটিতে বাংলাদেশ ধারাবাহিক সিরিজ জিতে চলছে। সেই আত্মবিশ্বাস নিয়ে ইংল্যান্ডের সঙ্গে লড়াই করাটা বেমানান হবে। এখানে লড়াই করতে হবে মাঠে। মাঠে নামার আগে কেউ ফেবারিট নয়, যেটা বলেছে মাশরাফি।

ইংল্যান্ড দুর্দান্ত খেলে বাংলাদেশ সফরে এসেছে। এখানে তাদেরকে একটু বাঁধা দিতে পারে আবহাওয়া। তবে সেটি তারা কাটিয়ে উঠেছে বলেই মনে হয়। জস বাটলারের দল প্রচন্ড তাপদাহে যে ভাবে বিসিবি একাদশকে মোকাবেলা করেছে তাতে করে তাদের কোন সমস্যা হবার কথা নয়।

বিসিবি একাদশ বিশাল সংগ্রহ করেও ইংল্যান্ড একাদশের কাছে হেরেছে মূলত বোলিং ব্যর্থতায়। ৪ উইকেট হাতে রেখেই বিসিবি একাদশের দেওয়া ৩০০ রানের বেশি টার্গেট দলটি চেঞ্জ করে ফেলেছে।

বিসিবি একাদশের সঙ্গে দলটি ৬টি উইকেট হারালেও সবকটি বাংলাদেশের বোলাররা নিতে পারেননি। দু’একটি উইকেট তারা হরিয়েছে অযথা, ভুল বুঝাবুঝির কারণে। মূল লড়াইয়ে অভিজ্ঞ ইংল্যান্ড দলে রান আউট হবেই না। ফলে দেখা গেছে বিসিবি একাদশ বোলিং ব্যর্থতার পরিচয়ই দিয়েছে।

শুক্রবার মিরপুরে তাই বাংলাদেশকে মনোযোগী হতে হবে বোলিং বিভাগে। পাশাপাশি দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। মনে রাখতে হবে প্রতিপক্ষ আফগানিস্তান নয়, শক্তিশালী ইংল্যান্ড দল।

অন্য দিকে একমাত্র আফগানিস্তান সিরিজ ছাড়া দীর্ঘ প্রায় ১০/১১ মাস ওয়ানডে খেলেনি বাংলাদেশ। সেটির প্রভাব থাকতে পারে ইংল্যান্ড সিরিজে। দীর্ঘ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকার মাশুলটা হয়তো এবার দিতে হবে বাংলাদেশ দলকে।

আফগানিস্তানের সঙ্গে সর্বশেষ সিরিজ বা টানা সিরিজ জয়ের  আত্মবিশ্বাস এখানে কাজে আসবে না। আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচ ঠেনেঠুনে জিতেছে মাশরাফিরা। দ্বিতীয় ম্যাচতো হেরেছে। তৃতীয ম্যাচ জিতে সিরিজ জিতেছে। আফগানিস্তানের সঙ্গে একচেটিয়া ভাবে খেলতে পারেনি বাংলাদেশ।

সেখানে আফগানিস্তান থেকে বহুগুণ শক্তিশালী ইংল্যান্ড ক্রিকেট দল। তাদের সাথে একটু ভুল করলেই ম্যাচ হেরে বসতে হবে বাংলাদেশকে। ইংল্যান্ডের সঙ্গে সর্বশেষ দেখাতে জিতেছে বাংলাদেশ। তবে তা অতীতই। শুক্রবার নতুন ম্যাচ, নতুন দিন। যে কোন কিছু হতেই পারে। তাই বাংলাদেশকে সাবধানী হয়েই খেলতে হবে। বোলিংয়ে একটু বেশি মনোযোগ দিতে হবে। সতর্ক থাকতে হবে ব্যাটিংয়ে।

আবহাওয়া যদি ইংল্যান্ড দলের উপর কোন প্রভাব ফেলতে পারে তবে সেটিতে লাভ হবে বাংলাদেশেরই। কিন্তুু আমার মনে হয় আবহাওয়ার সঙ্গে মানিয়েই নিয়েছে ইংল্যান্ড। যে ভাবে বিসিবি একাদশকে হারিয়েছে অন্তত তাই মনে হয়।

এ কারণেই বাংলাদেশ সম্পূর্ণ সাবধান হয়ে মাঠে নামতে হবে। কোন প্রকার আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। ভালো বোলিং করতে হবে, সেই সঙ্গে ব্যাটসম্যানদের  রান করতে হবে। সব শেষে বাংলাদেশ জিতুক এই কামনাই করি।

লেখক: সাবেক ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here