স্পোর্টস ডেস্ক:: সাবেক ইংলিশ ক্রিকেটার গ্রাহাম থর্প আত্মহত্যা করেছেন। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার গত ৫ আগস্ট মৃত্যু বরণ করেছিলেন। তব তাৎক্ষণিক ভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
সপ্তাহ খানেক পরে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে গ্রাহাম থর্প আত্মহত্যা করেছেন। তবে কি কারণে? কেন তিনি এমন মৃত্যুর পথ বেছে নিলেন সেটা জানানো হয়নি।
গ্রাহাম থর্প ইংল্যান্ডের জার্সিতে ১০০ টি টেস্ট খেলেছেন। ওয়ানডে খেলেছেন ৮২টি। বেশ কিছু দিন ধরে তিনি দুশ্চিন্তায় ভুগছিলেন। যার কারনেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিষয়টি জানিয়েছেন তার স্ত্রী অ্যামান্ডা।
অ্যামান্ডা বলেন, ‘একজন স্ত্রী এবং দুজন কন্যা, যারা তাকে ভালোবাসত এবং যাদের সে ভালোবাসত, তারা থাকার পরও ওর পরিস্থিতির উন্নতি হয়নি। সাম্প্রতিক সময়ে সে এতটা অসুস্থ ছিল যে, সে সত্যিই বিশ্বাস করত, সে না থাকলেই আমরা ভালো থাকব। আসলেই সে এমন করেছে এবং আত্মহত্যা করেছে। এতে আমরা বিধ্বস্ত হয়ে গেছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০