স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার শাহাদত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহানের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আত্মপক্ষ সমর্থনে এই ক্রিকেটার দম্পতি নিজেদেরকে নির্দোষ দাবি করেচেন। আজ বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
স্বাক্ষ্য গ্রহণের শেষ দিন একই সঙ্গে ছিল আসামিপক্ষের আত্মপক্ষ সমর্থনের দিন। এদিন আদালতে শাহাদত ও তার স্ত্রী নিজেদেরকে নির্দোষ দাবি করেন।
ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ মামলার বিচারকাজ চলছে। বিচারক তানজিনা ইসমাঈল ৩১ অক্টোবর মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেছেন।
সূত্র জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর মডেল থানার সাবেক পরিদর্শক শফিকুর রহমান আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। এর মধ্য দিয়ে এ মামলায় ১২ জনের মধ্যে সাতজনের সাক্ষ্য নেওয়া হয়েছে। আগামী তারিখে যুক্তিতর্ক উপস্থাপন হবে।
আদালত সূত্রে জানা গেছে, আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। একই সঙ্গে তাঁরা সাফাই সাক্ষী দেবেন না বলেও উল্লেখ করেন।
গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে নির্যাতনের অভিযোগে ওই দুজনের বিরুদ্ধে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন খন্দকার মোজাম্মেল হক। এই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান ক্রিকেটার শাহাদত ও তার স্ত্রী। পরবর্তীতে তারা জামিনে মুক্ত হন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/প্রআ/০০