স্পোর্টস ডেস্কঃ খর্বশক্তির এক দল নিয়ে নিউজিল্যান্ডে যাওয়া দক্ষিণ আফ্রিকা লজ্জার হারের সাক্ষী হয়েছে। মাউন্ট মাঙ্গুনাই টেস্টে আজ বিশ্ব রেকর্ড গড়ে জিতল স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়ে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হেরেছে ২৮১ রানে।
রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের এটিই সবচেয়ে বড় জয়। ডেভিড বেডিংহ্যাম দারুণ খেললেও প্রোটিয়ারা লড়াই করতে পারল না কাইল জেমিসন-মিচেল স্যান্টনারদের বোলিংয়ের সামনে। কিউইদের হয়ে দ্বিতীয় ইনিংসে ৫৮ রান দিয়ে ৪ উইকেট নেন জেমিসন। মিচেল স্যান্টনার নিয়েছেন ৩ উইকেট। টিম সাউদি, ম্যান হেনরি ও গ্লেন ফিলিপস নিয়েছেন একটি করে উইকেট। প্রথম ইনিংসে ২৪০ রানের অনবদ্য ইনিংস ও ২ উইকেট নেয়ায় ম্যাচ সেরা হয়েছেন রাচিন রবীন্দ্র।
আজ বুধবার ব্যাট করতে নেমে ৫ রান করতেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর যোবায়ের হামজাও রাইয়ার্ড ফন টন্ডারের ৬৩ রানের জুটিতে কিছুটা পথ সামনে হাঁটে দক্ষিণ আফ্রিকা। তবে কিউই পেসার কাইল জেমিসন তাদের বেশিদূর এগুতে দেননি। টন্ডারকে ৩১ রানে আর হামজাকে ৩৬ রানের মাথায় আউট করে দেন তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন কিগান প্যাটারনসন ও ডেভিড বেডিংহাম। ১৪৩ বলে ১০৫ রানের জুটি করেন তারা। যদিও জুটিতে প্রায় পুরো অবদানই বেডিংহামের। এই জুটিতে বেডিংহাম একাই করেছেন ৮৯ বলে ৮৬ রান। আর ১৬ রান প্যাটারসনের।
কিউইদের বিপক্ষে মূলত লড়াইটা করেছেন বেডিংহ্যাম। তিনিই দক্ষিণ আফ্রিকার দুই ইনিংস মিলিয়ে একমাত্র ফিফটি করেছেন। ৯৬ বলে ৮৭ করে জেমিসনের তৃতীয় শিকার হন তিনি। ১৩ বাউন্ডারি ৩ ছক্কায় ইনিংস সাজান বেডিংহ্যাম। শেষ উইকেটে কিছুটা দ্রুতগতিতে রান তুলেন রুয়ান ডি সোয়ার্ট ও ডেন প্যাটারসন। ২৪ বলে ২৪ রানের জুটি করে দলীয় ইনিংস ২৪৭ রানে ঠেকান তারা। সোয়ার্ট করেছেন ৫৬ বলে ৩৬। আর ডেন করেছেন ১৭ বলে ১৫ রান। এর আগে কেন উইলিয়ামসন দুই ইনিংসে সেঞ্চুরি করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post