স্পোর্টস ডেস্কঃ ২০০৯ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া করিম বেনজেমা স্প্যানিশ এই ক্লাবের হয়ে খেলেছেন ৬৫৪ ম্যাচে। গোল করেছেন ৩৫৪টি, রিয়ালের হয়ে এর চেয়ে বেশি গোল আছে শুধু ক্রিস্টিয়ানো রোনালদোর। রিয়ালের হয়ে বেনজেমা জিতেছেন ৫টি চ্যাম্পিয়নস লিগ, ৪টি লা লিগা ও ৩টি কোপা দেল রের শিরোপা।
রিয়ালের সফল ‘নাম্বার নাইন’ বেনজেমার নতুন ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল ইত্তেহাদ। ফ্রেঞ্চ এই তারকাকে ‘কিংবদন্তি’ বললেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। সাবেক শিষ্যকে নিয়ে ইতালিয়ান এই কোচ বলেন, ‘বেনজেমার মত অভিজ্ঞ খেলোয়াড় আমাদের ক্লাবের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড়। তিনি একজন কিংবদন্তি। কিন্তু আমাদের এবারের দলটি বেশ তরুণ। তাদের কাছ থেকে সেরাটা বের করে নেয়াই আমাদের মূল চ্যালেঞ্জ।’
রিয়ালের জার্সিতে ক্লাব ফুটবলের সম্ভাব্য সব শিরোপাই জিতেছেন বেনজেমা। ২০২১-২২ মৌসুমে রিয়ালকে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ৩৫ বছর বয়সী এই ফুটবলার। জেতেন ক্যারিয়ারের প্রথম ব্যালন ডি’অর খেতাব। নতুন চ্যালেঞ্জ নিতে তিনি এবার সৌদি আরবের ফুটবলে। এদিকে গত জানুয়ারিতে বেনজেমার সাবেক রিয়াল সতীর্থ রোনালদোও নাম লিখিয়েছেন সৌদি প্রো-লিগে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০