স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। আইসিসির ওয়ানডে স্টেটাস পাওয়া দুই দল খেলছে। অথচ কেউই পেসার নিয়ে মাঠে নামেনি। স্পিনার নিয়েই খেলেছে। ওয়ানডেতে সর্বনিম্ন রান করেও জয়ের ‘রেকর্ড’ হয়েছে।
ইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ডকাপ লিগ ২ এর খেলায় যুক্তরাষ্ট্র ও ওমানের ম্যাচে এমন ইতিহাস গড়ার মতো ঘটনা ঘটেছে। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এর আগে কখনো পেসার না খেলিয়ে কোনো ম্যাচ হয়নি। অন্তত একজন পেসার খেলেছেন, বোলিং করেছেন। অথচ ওমান ও যুক্তরাষ্ট্রের ম্যাচে কোনো পেসারই খেলেননি। পার্টটাইম কেউ পেস বলও করেননি।
ইসিসি মেন্স ক্রিকেট ওয়ার্ল্ডকাপ লিগ দুইয়ে যুক্তরাষ্ট্র ও ওমান মঙ্গলবার ৪ হাজার ৮৪১তম ওয়ানডে খেলতে ওমানে মাঠে নেমেছিল। এক দিবসীয় ক্রিকেটে এর আগে রেজাল্ট হওয়া ৪ হাজার ৬৭১ ওয়ানডে ম্যাচে যেটা হয়নি সেটাই হয়েছে। পেসার ছাড়া ম্যাচতো হয়েছেই। ফল বের হওয়া ম্যাচে ছেলেদের ওয়ানডেতে সর্বনিম্ন রান করে জয়ের রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র।
আল আমেরাতে যুক্তরাষ্ট্র ১২২ রান করে। পরে ব্যাট করতে নামান ওমান জিততে পারেনি। যুক্তরাষ্ট্র জিতেছে ৫৭ রানের ব্যবধানে। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে কম রান করে জয় পাওয়ার নতুন বিশ্ব রেকর্ড। ভারতের ১৯৮৫ সালের করা রেকর্ড ভেঙেছে যুক্তরাষ্ট্র। সেবার ভারত পাকিস্তানের বিপক্ষে শারজাহতে মাত্র ১২৫ রান করেছিল। অল্প রান করেও পাকিস্তানকে ৩৮ রানে হারিয়ে ছিলো দলটি।
ওমানের পাঁচ স্পিনার তুলে নেয় যুক্তরাষ্ট্রের নয় উইকেট। জবাবে যুক্তরাষ্ট্রের চার স্পিনার তুলে নেন ওমানের সবক’টি উইকেট। যুক্তরাষ্ট্রের করা ১২২ রানে জবাবে ওমান করেছে মাত্র ৬৫ রান। পেসার ছাড়া বিশ্ব ক্রিকেটে প্রথম ওয়ানডে ম্যাচ হলো টি।
এসএনপিস্পোর্টটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০