স্পোর্টস ডেস্কঃ আন্তর্জতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অ্যালেক্স হেলস। শুক্রবার এক বিবৃতিতে নিজের অবসরের কথা জানান ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। গত বছর ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন তিনি। জস বাটলারের সঙ্গে জুটি গড়ে জিতেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে মনযোগ বাড়াতে জাতীয় দলকে বিদায় বললেন হেলস।
বিদায়ী বার্তায় হেলস বলেন, ‘দেশের হয়ে খেলা আমার জন্য দারুণ সম্মানের। তিন ফরম্যাটে আমি ১৫৬ ম্যাচ খেলেছি। কিছু স্মৃতি জমেছে, কিছু বন্ধু পেয়েছি, যা আজীবন মনে গেঁথে থাকবে। এখন অবসরের সময়। ইংল্যান্ডের জার্সিতে আমি কিছু ভালো অভিজ্ঞতা ও কিছু বাজে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। সব মিলিয়ে একটা অবিশ্বাস্য যাত্রা ছিল। আমি সন্তুষ্ট, কারণ আমার শেষ ম্যাচে ইংল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে।’
ইংল্যান্ডের জার্সিতে ২০১১ সালে অভিষেক হয়েছিল হেলসের। এরপর ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। টেস্টে ৫৭৩ রান করলেও অন্য দুই ফরম্যাটে হেলস পেরিয়েছেন দুই হাজারের ঘর। ওয়ানডেতে ৬ সেঞ্চুরি ও ৩৭.৭৯ গড়ে ২৪১৯ রান নিয়ে ক্যারিয়ার শেষ করছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post