স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানের কাছে বাংলাদেশের হারের মধ্য দিয়ে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার। সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের টপকে গ্রুপ ওয়ান থেকে ভারতের সাথে সেমির টিকিট নিশ্চিত করেছে আফগানরা। আর এতে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলাও থেমে গেছে ডেভিড ওয়ার্নারের। এই অজি ওপেনারকে আর দেখা যাবে না জাতীয় দলের জার্সিতে।
গেল ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের মধ্য দিয়ে এই ফরম্যাটকে বিদায় জানান ওয়ার্নার। এরপর জানুয়ারিতে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট ক্যারিয়ারেরও ইতি টানেন। বাকি ছিল কেবল টি-টোয়েন্টি। এই বিশ্বকাপ দিয়েই সেটার পরিসমাপ্তি টানবে, আগেই নিশ্চিত ছিল। অস্ট্রেলিয়ার আসর থেকে বিদায়ের মধ্য দিয়ে এবার সেটাও হয়ে গেল।
দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় ঘটলো ওয়ার্নারের। ভারতের বিপক্ষে সুপার এইটের ম্যাচটিই হয়ে থাকল, এই বাঁহাতি ওপেনারের শেষ আন্তর্জাতিক ম্যাচ। টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে ১১০টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। ৩৩.৪৩ গড় আর ১৪২.৪৭ স্ট্রাইক রেটে ৩২৭৭ রান করেছেন। নামের পাশে ২৮ ফিফটির সাথে ১টি সেঞ্চুরিও আছে। জিতেছেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই আসরে টুর্নামেন্ট সেরাও তিনি হয়েছেন।
আর সব মিলিয়ে প্রায় ১৯ হাজার (১৮৯৯৫) রান করেছেন ৩৮৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলে। একাধিকবার ওয়ানডে বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপসহ শিরোপা জিতেছেন ওয়ার্নার। বর্ণাঢ্য ক্যারিয়ারে নিজের সময় বিশ্বের অন্যতম সেরা ওপেনার ছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসেও অন্যতম সেরা ওপেনার তিনি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন ৩৭ বছর বয়সী তারকা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post