স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন উইন্ডিজের পেসার শ্যানন গ্যাব্রিয়েল। সামাজিক মাধ্যমে বুধবার বিদায়ের এই ঘোষণা জানিয়ে দেন ৩৬ বছর বয়সী পেস বোলার। ২০১২ সালে উইন্ডিজের হয়ে অভিষিক্ত এই ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৮৬টি। এর মধ্যে টেস্ট ম্যাচ ৫৯টি, ২৫টি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন ২টি।
অবসর বার্তায় গ্যাব্রিয়েল জানান, ‘গত ১২ বছরে নিজেকে নিবেদিত রেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলায়। প্রিয় এই খেলাটির সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারা আমাকে দারুণ আনন্দ এনে দিয়েছে। তবে যেমনটি বলা হয়, সব ভালো কিছুরই শেষ আছে। আজকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। সামনে তাকিয়ে আমার পরিকল্পনা হলো, ক্যারিয়ারজুড়ে যে ভালোবাসা ও আবেগ দিয়ে খেলেছি, সেই একইভাবে আমার দেশের (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) হয়ে খেলা, ক্লাব ও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি দলগুলিতে খেলা।’
৫৯ টেস্টে ৩২.২১ গড়ে গ্যাব্রিয়েল উইকেট নিয়েছেন ১৬৬টি। ৫ উইকেট পেয়েছেন ছয়বার। ২৫ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তাঁর উইকেট ৩৩টি। সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৯ সালের জুলাইয়ে। আর সর্বশেষ টি-টোয়েন্টি ২০১৩ সালের জুলাইয়ে। ফর্মহীনতা ও চোট মিলিয়ে ২০২১ সালের পর প্রায় দেড় বছর ছিলেন দলের বাইরে। গতবছর ফিরলেও তিন টেস্টে উইকেট নিতে পারেন কেবল পাঁচটি। এরপর আবার জায়গা হারান দলে। এখন সেই লড়াই থেমে গেল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০