স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার জার্সিতে আর কখনো দেখা যাবে না অ্যারন ফিঞ্চকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিগ ব্যাশ লিগে মেলবোর্ন রেনিগেডের হয়ে খেলতে দেখা যাবে তাকে। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে তার টি-টোয়েন্টি লিগে মাঠের নামার সম্ভাবনাই খোলা রয়েছে।
২০১১ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেকের পর থেকে অস্ট্রেলিয়ার হয়ে ফিঞ্চ ১০৩ ম্যাচ খেলে ৩৪.২৮ গড়ে করেছেন ৩১২০ রান। যেখানে ১৯ ফিফটির সঙ্গে ছিল দুটি শত রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে অজিদের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের মালিক তিনি। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করা তার ১৭২ রানের ইনিংসটি এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে অবসরের ঘোষণায় ফিঞ্চ বলেন, ‘আমি বিগ ব্যাশটা খেলতে চেয়েছি এবং এরপর ভেবে দেখতে চেয়েছি। বিগ ব্যাশের একটি ম্যাচের পর আমার শরীরে ব্যথা হচ্ছিল। এটা ঠিক হতে দুই দিন সময় লেগেছে। (মেলবোর্ন রেনেগেডসের কোচ) ম্যাকডোনাল্ড আমাকে বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নাও, বিষয়টি নিয়ে ভাবো। এটা আবেগী কোনো বিষয় নয়।’
ফিঞ্চ এরপর যোগ করেন, ‘আমি বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। সবাই এখন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছে আর প্রস্তুতি নিচ্ছে। নিজেকে আমি সেখানে দেখতে পাচ্ছি না। ১২ বছর খেলতে পারার জন্য আমি নিজেকে চরম ভাগ্যবান মনে করি। আমি মনে করি, দল এখন খুব ভালো অবস্থায় আছে। এখন আমি চলে যেতে পারি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০