স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেটে আর দেখা যাবে না ওয়েস্ট ইন্ডিজের পেসার শ্যান গ্যাব্রিয়েলকে। তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। ক্যারিবিয়ানদের হয়ে ৫৯টি টেস্ট, ২৫টি ওয়ানডে ও ২ টি-২০ খেলা গ্যাব্রিয়েল সাদা পোশাকে নিয়মিত ছিলেন।
গত বছর জুলাইয়ে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেছিলেন তিনি। সাদা পোশাকে অনেকটা নিয়মিত ছিলেন ক্যারিবিয়ান শিবিরে। পেস আক্রমণকে নেতৃত্ব দিচ্ছিলেন তিনি। তবে এবার থেমে গেলেন। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে ২০২ টি উইকেট শিকার করে ক্যারিয়ারে সমাপ্তি করলেন গ্যাব্রিয়েল।
২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হয়েছিলো এই তারকার। লর্ডস টেস্ট দিয়ে ক্যারিয়ার শুরু করা গ্যাব্রিয়েল থামলেন টেস্টে ১৬৬টি উইকেট, ওয়ানডেতে ৩৩টি উইকেট আর টি-২০ ফরম্যাটে শিকার করেন ৩টি উইকেট। ক্যারিবিয়ানদের প্রথম শ্রেণীর ক্রিকেটে শিকার করেছেন ৩৩১টি উইকেট।
অবসরের বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রামে গ্যাব্রিয়েল লিখেছেন, ‘গত ১২ বছরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নিজেকে উৎসর্গ করেছিলাম। ভালোবাসার ক্রিকেট সর্বোচ্চ পর্যায়ে খেলা আমাকে আনন্দ দিয়েছে। কিন্তু সব ভালো জিনিসের একটা শেষ আছে।’
নিজের ভবিষ্যৎ সম্পর্কে গ্যাব্রিয়েল বলেছেন, ‘সামনে আমার পরিকল্পনা হচ্ছে নিজের দেশকে (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো) প্রতিনিধিত্ব করে যাওয়া। ক্যারিয়ারে যে আগ্রহ ও ভালোবাসা নিয়ে দলের প্রতিনিধিত্ব করেছি, সেভাবে সারা দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি দলগুলোকে প্রতিনিধিত্ব করা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০