আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন নারিন

0
34

স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন সুনীল নারিন। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে উইন্ডিজের এই তারকা ক্রিকেটার অবসরের ঘোষণা দিয়েছেন। জাতীয় দলের জার্সিতে না খেললেও বিশ্বের নানা প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লিগে দেখা যাবে তাঁকে।

বিদায়ী বার্তায় নারিন লিখেছেন, ‘৪ বছর হয়ে গেছে আমি উইন্ডিজের হয়ে খেলেছি। কিন্তু আজ আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রকাশ্যে আমি খুব অল্প কথার মানুষ। ব্যক্তিগতভাবে এমন কিছু মানুষ আছেন যারা আমার ক্যারিয়ার জুড়ে আমাকে সমর্থন যুগিয়েছেন এবং উইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার সময় আমাকে সাহায্য করেছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

৩৫ বছর বয়সী নারিন উইন্ডিজের হয়ে টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। ৫১ ম্যাচে ৫২ উইকেট নিয়েছেন তিনি। এছাড়া ওয়ানডেতে ৯২ উইকেট এবং ৬ টেস্টে ২১ উইকেট নিয়েছেন। ২০১২ সালে উইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে তিনি মুখ্য ভূমিকা পালন করেছিলেন। সেই আসরে ৯ উইকেট নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ৩ উইকেট নিয়েছিলেন মাত্র ৯ রান খরচ করে।

নারিন শেষবার ২০১৯ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দেখা যায় নি জাতীয় দলে। সাদা পোশাকে ২০১৩ সালে এবং শেষ ওয়ানডে ২০১৬ সালে খেলেছেন তিনি। এর আগে ২০১২ সাল থেকে নিয়মিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে গেছেন তিনি। এরপর অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত হয়ে পড়েন। বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে আসেন নারিন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here