স্পোর্টস ডেস্কঃ ১৮ জুলাই ২০২২, এই দিনে তিন জন ক্রিকেটার অবসরের ঘোষণা দিলেন। অবশ্য ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস শুধুমাত্র ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেছেনে এদিন। তবে উইন্ডিজের দীনেশ রামদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছেন। জাতীয় দলের জার্সি গায়ে না দিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে যাবেন এই উইকেটরক্ষক ব্যাটার। রামদিনের বিদায়ের দিনে একই পথ অনুসরণ করলেন আরেক ক্যারিবিয়ান ব্যাটার লেন্ডল সিমন্স। এই ওপেনারও আন্তর্জাতিক ক্রিকেট বিদায় বলেছেন সোমবার।
সিমন্স উইন্ডিজের হয়ে ৮টি টেস্ট, ৬৮টি ওয়ানডে ও ৬৮টি টি-টোয়েন্টি খেলেছেন। টেস্টে ২৭৮, ওয়ানডেতে ১৯৫৮ ও টি-টোয়েন্টিতে ১৫২৭ রান সংগ্রহ করেছেন তিনি। নিয়মিত খেলেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল), ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) মত জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগে। বিপিএলের সবশেষ আসরে সিমন্স সিলেট সানরাইজার্সের জার্সিতে খেলেছেন। এর আগে খুলনা টাইটান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতেও মাঠ মাতিয়েছেন তিনি।
সিমন্স আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে জিতেছেন শিরোপা। জাতীয় দলের হয়ে ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। বিশেষ করে ২০১৬ বিশ্বকাপের সেমিফাইনালে তার অসাধারণ ফিফটিতে ভারতকে হারিয়েছিল ক্যারিবিয়ানরা। তিন ফরম্যাট মিলিয়ে ২টি সেঞ্চুরি ও ২৫টি হাফ-সেঞ্চুরি রয়েছে সিমন্সের ঝুলিতে। তিনি শেষবার উইন্ডিজের হয়ে মাঠে নামেন ২০২১ সালে অক্টোবরে। দুবাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচটিই ছিল মেরুন জার্সিতে তাঁর শেষ লড়াই।