স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন পাকিস্তানের ইমাদ ওয়াসিম। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতির মাধ্যমে অবসর ঘোষণার বিষয়টি জানান তিনি। বাঁহাতি এই অলরাউন্ডার সর্বশেষ মাঠে নেমেছিলেন এ বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে।
ইমাদ অবসরের ঘোষণা দিয়ে বলেছেন, ‘গত কয়েক দিনে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনেক ভেবেছি। এরপর এই সিদ্ধান্তে এসেছি যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটিই সঠিক সময়। অনেক বছর ধরেই সহায়তা করার জন্য পিসিবিকে ধন্যবাদ দিতে চাই, পাকিস্তানের প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’
ইমাদ আরও বলেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে আমার ১২১টি ম্যাচের প্রতিটিই ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো। নতুন কোচ ও নেতৃত্ব আসছে, ফলে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর দিন। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য শুভকামনা, দলের উন্নতি দেখতে মুখিয়ে আছি আমি।’
২০১৫ সালে লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ইমাদের। ৬৬ টি-টোয়েন্টিতে ৬৫টি উইকেট নেওয়ার সঙ্গে করেছেন ৪৮৬ রান। ৫৫ ওয়ানডের ক্যারিয়ারে তাঁর উইকেট ৪৪টি, পাশাপাশি ৪২.৮৬ গড়ে ৯৮৬ রানও আছে তাঁর। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০২০ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post