স্পোর্টস ডেস্ক:: নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে আপীল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবি।
দুর্নীতির অভিযোগে গত ১৪ এপ্রিল আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য ফুটবলের সকল কর্মকাণ্ডে নিষিদ্ধ করেছিলো ফিফা। ফুটবলের এই অভিভাবক সংস্থার শাস্তির পর বাফুফেও শাস্তি দিয়েছে সাবেক সাধারণ সম্পাদককে। আবু নাঈম সোহাগকে বাফুফে আজীবনের জন্য নিষিদ্ধ করে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন ১০ সদস্যের তদন্ত কমিটিও গঠণ করেছিলো। সেই কমিটি থেকে অবশ্য ২ জন সদস্য পদত্যাগ করেছেন। ৮ সদস্য পুরো বিষয়টি তদন্ত করছেন। এ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই সোহাগ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপীল করলেন।
ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধের পাশাপামি ২ লাখ টাকা জরিমানাও করে বাফুফের নিষিদ্ধ হওয়া এই প্রভাবশালী কর্মকর্তা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার তিনি আপীল করেছেন। আপীলের সময় মোটা অঙ্কের কোর্ট ফিও জমা দিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০