স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম ৭ উইকেট নিতে পারলেন কোনো বোলার। মালয়েশিয়ার সায়াজরুল ইদ্রুস নাম এই পেসারের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড এখন এই বোলারের। প্রথম বোলার হিসেবে এই সংস্করণে ৭ উইকেট নিয়েছেন ইদ্রুস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এশিয়া ‘বি’ বাছাইপর্বে চীনের বিপক্ষে বুধবার ৮ রানে ৭ উইকেট নেন ইদ্রুস। চীনের সাত ব্যাটারকেই বোল্ড করেছেন এই পেসার। কুয়ালালামপুরে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ইদ্রুসের ৭ উইকেটে চীন গুটিয়ে যায় মাত্র ২৩ রানে। তাড়া করতে নেমে ৪.৫ ওভারেই ২ উইকেট হারিয়ে জয় পায় মালয়েশিয়া।
এদিকে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টির সেরা বোলার ভারতের দীপক চাহার। ২০১৯ সালে বাংলাদেশের বিপক্ষে তিনি ৭ রানে ৬ উইকেট নিয়েছিলেন। তার এই বোলিং ফিগার সবমিলিয়ে যৌথভাবে তৃতীয় সেরা। ২০২১ সালে লেসোথোর বিপক্ষে উগান্ডার বোলার দিনেশ নাকরানি একই ফিগারের দেখা পান।
শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টিই নয়, স্বীকৃত টি-টোয়েন্টিতেও সেরা বোলিংয়ের রেকর্ডটি এখন ইদ্রুসের। ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১৮ রানে ৭ উইকেট নিয়ে আগের রেকর্ড ছিল নেদারল্যান্ডসের কলিন আকারম্যানের। এবার তাঁকে ছাড়িয়ে গেলেন ইদ্রুস।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০