স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পর গুঞ্জন ওঠে দক্ষিণ আফ্রিকার ব্যাটার ডেভিড মিলারের অবসর প্রসঙ্গ। জানা যায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়ে ফেলেছেন বাঁহাতি এই ব্যাটার। তবে সেটি গুঞ্জব বলে উড়িয়ে দিয়েছেন মিলার নিজেই! জানিয়েছেন, এই মুহুর্তে অবসর নিয়ে কোনো ভাবনা নেই তার।
সামাজিক মাধ্যমেই ৩৫ বছর বয়সী মিলার জানালেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের খবরটি সঠিক নয়। তিনি লিখেন, ‘যে খবর প্রকাশিত হয়েছে, তার বিপরীতে বলতে হচ্ছে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেইনি আমি। প্রোটিয়াদের হয়ে খেলার জন্য আমাকে বরাবরের মতোই পাওয়া যাবে। সেরাটা এখনও আসার বাকি।’
এদিকে গত শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে অল্প ব্যবধানে হারে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে যখন প্রোটিয়াদের প্রয়োজন ১৬ রান, তখন আর্শ্বদীপ সিংয়ের ফুলটস বলে জায়গামত ব্যাট লাগাতে পারেন নি মিলার। তবুও ছক্কা পেতে পারতেন তিনি। তবে ভারতের ফিল্ডার সুর্যকুমার যাদবের অবিশ্বাস্য এক ক্যাচে থামে মিলারের ইনিংস। বিশ্বকাপের জেতার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছিল অ্যাইডেন মার্করামদের। সেই হারের পর মিলার বলেছিলেন, ‘একটা ব্যাপার জানি, এই দলকে নিয়ে আমি কতটা গর্বিত। পুরো মাসের চড়াই-উতরাই মিলিয়ে এই পথচলা ছিল অবিশ্বাস্য। শেষটায় যন্ত্রণা সইতে হয়েছে আমাদের। তবে জানি, এই দলের সেই সহ্যক্ষমতা আছে এবং মানদণ্ড আরও উঁচুতে তুলে নেব আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post