স্পোর্টস ডেস্ক:: আন্তর্জাতিক ক্রিকেট খেলছে অনেক দিন থেকেই। তবুও খুব একটা পরিচিত নয় কুয়েত। তবে এবার এশিয়া কাপের বাছাই পর্ব খেলতে নামা ইতিহাস গড়লো দলটি। প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-২০ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে কুয়েত। স্বাগতিক সংযুক্ত আরব-আমিরাতকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ১ উইকেটে হারিয়ে দলটি।
মধ্যপ্রাচ্যের দেশটি আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পাচ্ছিলো না। অবশেষে এশিয়া কাপের বাছাই পর্বে স্বাগতিকদের হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিলো। রীতিমতো চমকে দিলো ক্রিকেট বিশ্বকাপে।
আল আমিরাত স্টেডিয়ামে অনুষ্টিত ম্যাচটি ছিলো শ্বাসরুদ্ধকর। আগে ব্যাট করা স্বাগতিক ১৭৩ রানের বড় সংগ্রহ পায়। প্রথম জয়ের অপেক্ষায় থাকা কুয়েতের যা টপকে যাওয়া সহজ ছিলো না। অনেকের ধারণা ছিলো স্বাগতিকরাই জিতবে দাপট দেখিয়ে।
তবে শেষ পর্যন্ত কুয়েত চমকে দেয়। আট নম্বরে নামা চিরাগ সুরির দারুণ এক ইনিংসে ভর করে ম্যাচটি জিতে নিয়েছে কুয়েত। দেশটির ইতিহাস গড়া প্রথম জয়ের এই নায়ক মাত্র ১৫ বলে ২৫ রান করেন। তাতেই এক বল বাকী থাকতে জিতে যায় কুয়েত।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০