স্পোর্টস ডেস্ক:: রীতিমতো অবিশ্বাস্যকর। মাত্র ৭ রানেই আইসিসির আইন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অলআউটের ঘটনা ঘটলো। আইসিসি ২০২৬ টি-২০ বিশ্বকাপের বাছাইয়ে আফ্রিকা অঞ্চলে এই ঘটনা ঘটেছে নাইজেরিয়া ও আইভেরিকোস্ট ম্যাচ।
নাইজেরিয়ার করা ২৭১ রানের জবাবে ব্যাট করতে নামা আইভরিকোস্ট মাত্র ৭ রানে অলআউট হয়ে লজ্জার এই ‘রেকর্ড’ গড়েছে। তাতে ভেঙে ফেলেছে মাত্র ই মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হওয়ার বিশ্ব রেকর্ড।
নাইজেরিয়ার লাগোসে তাফাওয়া বেলেওয়া স্কয়ার ক্রিকেট ওভালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই বিশ্ব রেকর্ড হয়ছে। ম্যাচটিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ খেলেন ৫৩ বলে ১১২ রানের ইনিংস। ২ ছক্কা ও ১৩ চারের ইনিংস শেষে তিনি নিজেই স্বেচ্ছায় মাঠ ছেড়েছেন। আইভররিকোস্টের বোলারদের পিটিয়ে আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি করেন ২৯ বলে ৫০ রান। এছাড়াও আইজাক ওকপে ৬ ছক্কা ৩ চারে ২৩ বলে ৬৫ রান করে অপরাজিত থাকেন।
নাইজেরিয়ার ব্যাটসম্যানের এমন রান উৎসবের পর আইভরিকোস্ট রীতিমতো চাপা পড়েছে ব্যাটিংয়ে নেমে। দলটির ব্যাটাররা যেনো ব্যাট ধরতেই ভুলে গেছিলেন।ইনিংসের প্রথম ওভারের শেষ বলে ওপেনার ওত্তারা মোহাম্মদ আউটন হন দলীয় ৪ রানে। বাকী ৩ রান তুলতেই অলআউট হয়ে যায় পুরো দল। ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে।
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এমন ঘটনার পর বেশ আলোচনা-সমালোচনা চলছে। আইভরিকোস্টের ক্রিকেটাররা যেনো মাঠে নেমে ব্যাট ধরতেই ভুলে গেছিলেন। উইকেটে যাওয়া আসাতেই ব্যস্ত ছিলেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০