নিজস্ব প্রতিবেদক:: সিলেটে এক দিনে বাংলাদেশ ও ভারত নারী দলের হয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেক হয়েছে দু’জনের। মাত্র ১৪ বছর বয়সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-২০ অভিষেক হয়েছে হাবিবা ইসলামের। ভারতের হয়ে ৩৩ বছর বয়সে অভিষেক হয়ৈছে আশা শোভানার। একজনের বয়সের ডাবল বয়স আরেক জনের।
বাংলাদেশের হাবিবা আর ভারতের শোভানার অভিষেকের দিনে বাগড়া দিয়েছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দলের চতুর্থ টি-২০ ম্যাচটি বন্ধ আছে বৃষ্টির কারণে। টস হেরে ব্যাট করতে নামা ভারত বৃষ্টিতে খেলা বন্ধের আগ পর্যন্ত ৫.৫ ওভারে দুই উইকেটে ৪৮ রান তুলে ছিলো।
বাংলাদেশের হয়ে অভিষেকের দিন আজ হাবিবার বয়স ১৪ বছর ৩৪০ দিন। লাল সবুজের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে টাইগ্রেসদের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বয়সে অভিষেক হলো তার। এর আগে নেপালের বিপক্ষে রাবেয়ার অভিষেক হয়ে ছিলো ১৪ বছর ২৬৮তম দিনে।
বাংলাদেশের হাবিবার দ্বি-গুণ বয়স নিয়ে এক দিনে আন্তর্জাতিক ক্রিকেটে নাম লিখিয়েছেন ভারতের আশা শোভানা। ৩৩ বছর ৫১ দিন বয়সে ভারতের জার্সিতে টি-২০ খেলতে নামলেন তিনি। এটি ভারতের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে অভিষেকের ঘটনা।
এসএনিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post