স্পোর্টস ডেস্কঃ আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন জার্মানি অধিনায়ক ইলকায় গিন্দোয়ান। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার আজ এক ইনস্টাগ্রাম বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এতে জার্মানি জাতীয় দলের হয়ে এক যুগের বেশি সময়ের পথচলার ইতি টানলেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে সোমবার অবসরের ঘোষণা দিয়ে গিন্দোয়ান লিখেন, ‘কয়েক সপ্তাহ চিন্তাভাবনার পর এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, আমার জাতীয় দলের ক্যারিয়ার শেষ করার সময় এসেছে। দেশের হয়ে খেলা ৮২ আন্তর্জাতিক ম্যাচের দিকে আমি খুব গর্বের সঙ্গে ফিরে তাকাই-এটি এমন এক সংখ্যা, যা ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেকের সময় আমি স্বপ্নেও ভাবিনি।’
তুর্কি বংশোদ্ভূত গিন্দোয়ান জার্মানির হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১১ সালে। জার্মান ফুটবলের সবচেয়ে বড় সাফল্য ২০১৪ বিশ্বকাপ জয়। তবে পিঠের চোটে মাঠের বাইরে থাকায় সেই টুর্নামেন্টে খেলা হয়নি তাঁর। ২০১৮ আর ২০২২ বিশ্বকাপে খেললেও দুটি আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। সব মিলিয়ে জাতীয় দলের হয়ে ৮২টি ম্যাচ খেলেছেন বার্সেলোনার মিডফিল্ডার গিন্দোয়ান, গোল করেছেন ১৯টি। ২০২৩ সালে হয়েছেন জার্মানির বর্ষসেরা ফুটবলারও।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০