স্পোর্টস ডেস্কঃ সুইজারল্যান্ডের মিডফিল্ডার জেরদান শাকিরি বিদায় বলে দিলেন আন্তর্জাতিক ফুটবলকে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে সোমবার ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন ৩২ বছর বয়সী এই তারকা।
বিদায়ী বার্তায় শাকিরি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘সাতটি টুর্নামেন্ট, অনেক গোল, সুইস জাতীয় দলের হয়ে ১৪ বছর এবং অবিস্মরণীয় সব মুহূর্ত। জাতীয় দলকে বিদায় বলার সময় এসেছে। দারুণ সব স্মৃতি রয়ে গেছে এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
এবারের ইউরোতে প্রথম ম্যাচে বেঞ্চে ছিলেন শাকিরি। স্কটল্যান্ডের বিপক্ষে নেমে খেলেন ৬০ মিনিট। ওই ম্যাচে ডি-বক্সের মুখ থেকে বুলেট গতির শটে করা গোলে ১-১ ড্র করে সুইজারল্যান্ড। তারপরও কোনো অজানা কারণে গ্রুপের শেষ ম্যাচে জার্মানি ও শেষ ষোলোয় ইতালির বিপক্ষে খেলা হয়নি তার।
২০১০ সালে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু শাকিরির। ১২৫টি ম্যাচে দেশের জার্সি গায়ে চড়িয়েছেন। তাতে ৩২ গোল করার পাশাপাশি করিয়েছেন আরও ৩৪টি। ১৪ বছরে সুইসদের হয়ে খেলেছেন ৭টি মেজর টুর্নামেন্ট। দেশের হয়ে সর্বোচ্চ মেজর টুর্নামেন্ট খেলার রেকর্ডে তার উপরে নেই কেউ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post