আন্তর্জাতিক ফুটবল থেকে ‘নির্বাসিত’ বাংলাদেশের ফিফা র‌্যাংকিংয়ে অবনতি, শীর্ষে আর্জেন্টিনা

    0
    134

    স্পোর্টস ডেস্ক: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা র‌্যাংকিং প্রকাশ করেছে। যেখনাে কয়েক দিন আগে ভুটান লজ্জায় আন্তর্জাতিক ফুটবল থেকে তিন বছরের জন্য ‘নির্বাসিত’ বাংলাদেশের অবনতি হয়েছে। শীর্ষেই রয়েছে আর্জেন্টনিা। উন্নতি করেছে ব্রাজিল।

    বুধবার ফিফা প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে শীর্ষেই রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। উন্নতি করেছে নেইমারের ব্রাজিল।

    ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত করছে। যার কারণে এগিয়েছে দলটি। শীর্ষ তিন নম্বরে চলে এসেছে নেইমার বাহিনী। একধাপ এগিয়ে তাদের অর্জিত পয়েন্ট ১৩২৩। এদিকে, বিশ্বকাপ বাছাইপর্বে ভালো করতে না পারলেও এক নম্বর জায়গাটি ধরে রেখেছে আর্জেন্টাইনরা। মেসি বাহিনীর রেটিং পয়েন্ট ১৬৪৬।

    বিশ্ব চ্যাম্পিয়নরা শীর্ষ হতে পারেনি। বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির স্থান হয়েছে দুই নম্বরেই।। ১৩৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জার্মানরা। একধাপ উন্নতিও করেছে জোয়াকিম লো’র শিষ্যরা। আর দুইধাপ পিছিয়ে চার নম্বরে জায়গা পেয়েছে এডেন হ্যাজার্ড-ডি ব্রুইনদের বেলজিয়াম (১৩৬৯ পয়েন্ট)।

    বাংলাদেশ আগের অবস্থান থেকে নেমে গিয়ে ১৮৮তম স্থানে জায়গা পেয়েছে।

    এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here